ঈদকে সামনে রেখে কুমিল্লায় সক্রিয় জাল টাকা সরবরাহের একটি সংঘবদ্ধ চক্র। রাজধানী ঢাকা থেকে চক্রের সদস্যদের মাধ্যমে এসব টাকা কুমিল্লা মহানগরসহ উপজেলা পর্যায়ে হাত বদল হয়ে যাচ্ছে। এতে প্রতারিত হচ্ছেন অনেকেই।
শনিবার (১৫ এপ্রিল) বিকালে নগরীর টিক্কারচর এলাকার চেকপোস্ট থেকে ১ লাখ টাকার জালনোটসহ আরমান সোহেল (৪০) নামের এক জাল নোটের কারবারিকে আটক করার পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার হওয়া সোহেল জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর উত্তর পাড়া মোল্লা বাড়ির খবির মিয়ার ছেলে। শনিবার (১৫ এপ্রিল) জেলা ডিবির ওসি রাজেশ বড়ুয়া সাংবাদিকদের এসব তথ্য জানান।
কুমিল্লা ডিবির ওসি রাজেশ বড়ুয়া আরও জানান, শনিবার বিকালে টিক্কারচর এলাকায় চেকপোস্ট বসায় ডিবি পুলিশ। এ সময় আরমান সোহেল মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। সন্দেহজনকভাবে তাকে থামিয়ে তল্লাশি করে মোবাইল ব্যাগে রাখা ১ হাজার টাকার নোটের ১ লাখ টাকার একটি বান্ডিল পাওয়া যায়। পরে নোটগুলো ভালোভাবে যাচাই করে দেখা যায় একই নম্বরের অনেকগুলো নোট এবং প্রকৃত নোট থেকে একটু ব্যতিক্রম।
ব্যাপক জিজ্ঞাসাবাদে সোহেল জানায়, সে দীর্ঘদিন ধরে জাল নোটের ব্যবসা করে আসছে। রাজধানী ঢাকার গোপন আস্তানায় প্রিন্ট করা এসব টাকা চক্রের সদস্যদের মাধ্যমে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। তার বিরুদ্ধে চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন থানায় জাল নোটের ১০টি মামলা রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করার পর শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Last Updated on April 15, 2023 10:36 pm by প্রতি সময়