কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে টিভি রিপোর্টিংয়ে অবদানের জন্য ১৭ জন টেলিভিশন সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুমিল্লা ক্লাবের সহ-সভাপতি আলী মুনসুর ফারুক, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, ধনুয়াখলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শামীম হায়দার।
সংগঠনের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন।
Last Updated on September 21, 2022 12:04 am by প্রতি সময়