দেশের বর্তমান পরিস্থিতিতে সড়ক, মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ব্যবস্থা না থাকায় সুযোগটিকে কাজে লাগিয়ে ফেনসিডিল পাচারের চেষ্টা করেছিল দুই মাদক ব্যবসায়ী। কিন্তু সড়ক মহাসড়কে আনসারের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কর্মতৎপরতার চোখ ফাঁকি দিতে পারেনি মাদক ব্যবসায়ীর সন্দেহপ্রবণ গতি।
শনিবার (১০ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা টিপরা বাজার এলাকায় ট্রাফিক দায়িত্ব পালনকালে একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি চালিয়ে ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে সেনাবাহিনীর সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
আটকরা হলেন, ফেনীর সোনাগাজী উপজেলার ধনপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এনায়েত হোসেন (২৫) ও একই এলাকার বাহার মিয়ার ছেলে ইকবাল হোসেন (২৩)।
এ তথ্য নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার টিপরা বাজার এলাকার সমন্বয়ক শরিফুল ইসলাম জানান, শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার টিপরা বাজার এলাকায় শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় তিনি সহ শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছিল।
একপর্যায়ে সন্দেহ হলে ঢাকামুখী সিএনজিচালিত একটি অটোরিকশাকে থামার জন্য সিগন্যাল দিলে চালক বেপরোয়া গতিতে ছুটেন। তখন তাকে ধাওয়া দিয়ে অটোরিকশাটির গতিরোধ করে শিক্ষার্থীরা। পরে ভেতরে তল্লাশি চালিয়ে ৮টি কার্টুনে ফেনসিডিল পাওয়া যায়। পরে ফেনসিডিল সহ আটক দুইজনকে সেনাবাহিনীর সদস্যদের খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়।
Last Updated on August 10, 2024 7:41 pm by প্রতি সময়