কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামে দুই সৎ ভাইকে হত্যার দায়ে ঘাতক আরেক সৎ ভাইকে ফাঁসির আদেশ দিয়েছেন কুমিল্লার আদালত।
সোমবার (২৭ মার্চ) এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫নং আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম আল শফিউল ইসলাম ওরফে ছোটন। সে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালাম ওরফে আবুলের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এডভোকেট নজরুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি আল সফিউল ইসলাম ছোটন তার আট ও ছয় বছর বয়সী দুই সৎ ভাই মেহেদী হাসান জয় এবং মেজবাউল হক মনিকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় নিহত দুই শিশুর মা রেখা বেগম বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় সৎ ছেলে আল সফিউল ইসলাম ছোটনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
Last Updated on March 27, 2023 4:57 pm by প্রতি সময়