কুমিল্লার আদর্শ সদর উপজেলার ক্যান্টনমেন্টের নিশ্চন্তপুর ২নং গেইটের মৈশান বাড়ির জামে মসজিদে শনিবার (১৬ মার্চ) জোহরের নামাজ আদায় করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন মোতালেব হোসেন (৬৫) নামের এক রোজাদার মুসল্লি।
নিহত মুসুল্লি মোতালেব হোসেনের সঙ্গে একই কাতারে নামাজ আদায় করা সোলাইমান নামের মুসল্লি জানান, তিনি জোহরের সুন্নত নামাজ শেষ করে জামাতে ফরজ নামাজের জন্য কাতারে দাঁড়ান।
দ্বিতীয় রাকাতের সময় মোতালেব হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় অন্য মুসুল্লিরা তাকে ধরাধরি করে হসপিটালে নেয়ার চেষ্টা করেন কিন্তু ততক্ষণে তিনি মসজিদেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজা শনিবার রাত সাড়ে দশটায় ওই মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Last Updated on March 16, 2024 11:32 pm by প্রতি সময়