কুমিল্লায় নারী উদ্যোক্তাদের ফেসবুকভিত্তিক ৪টি গ্রুপের উদ্যোগে একটি গেট টুগেদার অনুষ্ঠানের দায়সারা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনুষ্ঠানটি নিয়ে অংশগ্রহণ করা বেশ কিছু নারী উদ্যোক্তা তাদের নিজস্ব ফেসবুকে আয়োজকদের সমালোচনাসহ ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া বিভিন্ন স্থানীয় গণমাধ্যম ও অনলাইন পোর্টালেও অনুষ্ঠানের ত্রুটি বিচ্যুতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
জানা যায়, গত শনিবার (৪ নভেম্বর) কুমিল্লার নারী উদ্যোক্তাদের নিয়ে গেট টুগেদার আয়োজন করা হয়। যার নাম দেওয়া হয় ‘গালা ফিয়েস্তা ২০২৩’। নারী উদ্যোক্তাদের ফেসবুকভিত্তিক ৪টি গ্রুপ এ অনুষ্ঠানের আয়োজন করে। গ্রুপগুলো হলো- গার্লস স্মাইল, নীলাঞ্জনা, উইমেন অব উইসডম এবং পার্ল প্যালেস ফ্যান গ্রুপ। এতে অংশগ্রহণের জন্য কুমিল্লার বিভিন্ন পর্যায়ের প্রায় ৩শ’ নারী উদ্যোক্তা রেজিস্ট্রেশন করেন।
অনুষ্ঠানের আগে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে আসেন আয়োজকদের একজন নীলাঞ্জনা গ্রুপের এডমিন তিশা। ওই লাইভে তিনি কথার ফুলঝুরি দিয়ে নাম রেজিস্ট্রেশন করার জন্য নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করেন। প্রায় ৩শ’ নারী উদ্যোক্তা ৭২০ টাকা করে ফি দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নাম রেজিস্ট্রেশন করেন।
অংশগ্রহণকারী অধিকাংশ নারী উদ্যোক্তাদের অভিযোগ, কোনোরকম দায়সারাভাবে অনুষ্ঠান শেষ করে আদায়কৃত অর্থ হাতিয়ে নিয়েছেন আয়োজকরা।
জানা গেছে,বপ্রায় ৩০০জন নারী উদ্যোক্তার কাছ থেকে ৭২০টাকা করে রেজিস্ট্রেশন ফি বাবদ মোট ২ লাখ ১০ হাজার টাকা আদায় করা হয়। এছাড়াও পাওয়ার্ড এবং স্পনসর ৩০ হাজার, একই প্রতিষ্ঠানের কুইজ গিফট স্বর্ণ বাবদ ৩০ হাজার, একজন নারী উদ্যোক্তা ৫০ হাজার। কো-পাওয়ার্ড বাই : দুটি পার্লার স্পন্সর একটি ১৫ হাজার অপর পার্লার ১০ হাজার। একটি জুয়েলারি শপ থেকে স্পনসর ২০ জোড়া গোল্ড প্লেটেড কানের জিনিস। একটি ড্রেস শো-রুম থেকে স্পন্সর ১০ হাজার। একটি বাইক কোম্পানি থেকে ১৫ হাজার। তিনজন নারী উদ্যোক্তা থেকে ১৫ হাজার টাকা থ্রি পিছ।
গোল্ডেন স্পন্সর ১১ জন ৫০০০ করে ৫৫ হাজার, সিলভার স্পন্সর ১০জন ৩০০০ করে ৩০ হাজার, প্লাটিনাম স্পন্সর ১ জন ১০ হাজার। বিউটি পার্লারের র্যাম্প শো ১২ জনের মোট ৩৬ হাজারসহ আরও বিভিন্ন স্পন্সর বাবদ টাকা এবং গিফট নিয়েছেন।
আয়োজকরা এসব টাকার সিংহভাগ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছেন অংশগ্রহণকারী অধিকাংশ নারী উদ্যোক্তা। এসব নারী উদ্যোক্তারা অনুষ্ঠানের আয়োজন নিয়ে তাদের ফেসবুক পেজে বিরূপ মন্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানের সার্বিক খরচ বাবদ জানা গেছে, অনুষ্ঠানের আয়োজন করা হয় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অবস্থিত গ্র্যান্ড দেশপ্রিয় রেস্টুরেন্টের হলরুমে। এতে হলরুমের কোনো ভাড়া দিতে হয়নি। শুধু জনপ্রতি ২৬৫টাকা খাবার বিল বাবদ মোট ২৫০ জনের খাবার বিল পরিশোধ করা হয়। সার্ভিস ফিসহ মোট ৮১ হাজার ৬৭০টাকা পরিশোধ করা হয় গ্যান্ড দেশপ্রিয় রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটির পরিচালক পিংকু চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানের সৌন্দর্য বাড়ানো এলইডি স্ক্রিন ভাড়া ১৮ হাজার টাকা, অনুষ্ঠানে ছবি ও ভিডিও ধারণের জন্য ক্যামেরা ভাড়া ১৭ হাজার টাকা,ইভেন্ট ও সাউন্ড বাবদ ৬৩ হাজার।
এদিকে অনুষ্ঠানে স্পন্সর ও কয়জন উদ্যোক্তাকে ক্রেস্ট প্রদান করা। ১০০ পাউন্ডের কেক কাটা হয়, যা স্পন্সর হিসেবে গিফট পাওয়া হয়। এছাড়াও র্যাফেল ড্র এর সকল পুরস্কারও স্পন্সর হিসেবে নেওয়া হয়। এসব ছাড়াও স্পন্সর করা হয় পিঠা এবং ডাবের পুডিং।অংশগ্রহণকারীদের কমন গিফট হিসেবে দেওয়া ‘মগ’ এটিও স্পন্সর হিসেবে পায় আয়োজকরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রেজিস্ট্রেশন করা নারী উদ্যোক্তারা ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানের মান, খাবার পরিবেশন থেকে শুরু করে সবকিছু দায়সারা গোছের ছিল বলে নিজেদের পেজে মন্তব্য করেন। তারা জানান গেট-টুগেদারের নামে অর্থ হাতিয়ে নেওয়ার মূল উদ্দেশ্য ছিল আয়োজকদের। এ ধরনের মানহীন অনুষ্ঠানে গ্রহণকারী নারী উদ্যোক্তারা অসম্মানিত হয়েছেন।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করে নারী উদ্যোক্তাদের ফেসবুকভিত্তিক আয়োজক গ্রুপ ‘গার্লস স্মাইল’ এর মৌসুমী জানান, ‘কুমিল্লা নারী উদ্যোক্তাদের মাঝে সম্পর্কের উত্তরণ ঘটাতেই এই গেট-টুগেদারের আয়োজন করা হয়। কেন অনুষ্ঠানটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের কেউ কেউ সমালোচনা করছেন তা আমার বোধগম্য নয়।’
অনুষ্ঠানটির জন্য যে পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে সঠিকভাবে ব্যয় হয়নি এমন প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, ‘অনুষ্ঠানের খরচ সহ সবকিছুই সঠিকভাবে হয়েছে। অর্থ আত্মসাতের মত কিছু ঘটেনি।’
Last Updated on November 10, 2023 9:30 pm by প্রতি সময়