পরকীয়া প্রেমের জের ধরে কুমিল্লায় স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি গ্রামের শান্তি রঞ্জন শীলের ছেলে তাপস চন্দ্র শীল। নিহত রেজাউল করিম ওরফে রাজা মিয়ার স্ত্রী আলো আক্তার এবং কুমিল্লার চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের দক্ষিণ পাড়ার সামাদ সরকারের ছেলে মো. রাসেদ।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্র পক্ষের আইনজীবী এপিপি এডভোকেট মো. নজরুল ইসলাম জানান, নিহত রেজাউল করিম ওরফে রাজা মিয়া একজন পরিবহন নেতা ও কুমিল্লার দাউদকান্দিতে গজারিয়া পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। স্ত্রীর পরকীয়ার জেরে ২০১৪ সালের ১২ জুন রাতে রাজামিয়া কে খুন করা হয়। পুলিশ সন্ধেহজনভাবে নিহত রাজা মিয়ার স্ত্রী আলো আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পায়। এ ঘটনায় অপর দুই আসামী তাপস চন্দ্র শীল ও রাসেদের সম্পৃক্ততা পায় পুলিশ। পরে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেওয়া হয়।বিজ্ঞ আদালত স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তিন আসামীকে মৃত্যু দন্ডাদেশ দেন।
Last Updated on April 12, 2023 6:19 pm by প্রতি সময়