রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ১০ সন্ত্রাসী গ্রেফতার  কেবল রাজস্ব আহরণেই নয়, আমদানি রপ্তানি নিরাপত্তায়ও কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ : কুমিল্লার সেমিনারে বক্তারা তারুণ্যের উৎসবে মুরাদনগরে রচনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : মনোহরগঞ্জে জামায়াতের নায়েবে আমির সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হাইটেক পার্কের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ চৌদ্দগ্রামের নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি তাবলিগের তালিম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ কুমিল্লা নগরীতে ৫০ হাজার টাকা জরিমানা গুনলো টপ টেন মার্ট ও হোম স্টপ জাবিরের কবিতা ‘ডাক এসেছে’ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন ব্রাহ্মণপাড়ায় রান্নার আগুনে দগ্ধ গৃহবধূকে বাঁচানো গেলোনা ফ্যাসিস্ট কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে : ড. বদিউল আলম মজুমদার কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান সফলভাবে শেষ হলো কুমিল্লা আইডিয়াল কলেজের তিন দিনব্যাপী কক্সবাজার শিক্ষাসফর কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ঘটনাটি সন্দেহজনক কুমিল্লায় গ্যাস সংকট : এলপিজি সিলিন্ডার ও ইলেকট্রিক চুলায় প্রতিমাসে বাড়তি খরচ সদর দক্ষিণে শিশু নাবিলাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি মেহরাজের মৃত্যুদণ্ড

কুমিল্লায় পুরোদমে চলছে ঈদের কেনাকাটা

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১০৫ দেখা হয়েছে
কুমিল্লা নগরীর শপিংমল, দেশিয় ব্র্যান্ডের বিভিন্ন হাউজ ও মার্কেটগুলোতে জমে ওঠেছে ঈদের পোষাকের কেনাকাটা। ছবিটি কান্দিরপাড়-মনোহরপুর এলাকার নূর মার্কেটের রিলেশান থেকে তোলা।

ঈদের আরও ১৬/১৭দিন বাকি। কিন্তু কুমিল্লা নগরীর শপিংমল, দেশিয় ব্র্যান্ডের বিভিন্ন হাউজ ও মার্কেটের দিকে তাকালে মনে হবে এই বুঝি ঈদ এসে গেলো। এবারে ঈদকে সামনে রেখে দশ রোজার পর থেকেই নগরীর মার্কেট ও দেশি ব্র্যান্ডের ফ্যাশন হাউজে শুরু হয়েছে অভিভাবকসহ তরুণ-তরুণীদের ড্রেস ও প্রয়োজনীয় পন্যসামগ্রী কেনাকাটার ধূম।

 

এবারে পোষাক থেকে শুরু করে জুতা, কসমেটিকস, গহনা সহ ঈদ আনুষঙ্গিক সকল জিনিষপত্রের দাম গতবারের তুলনায় অনেকটাই বেড়েছে। দাম বাড়লেও কেনাকাটা তো থেমে নেই। কারণ মুসলমানদের সর্ববৃহৎ ঈদোৎসব বলে কথা।

 

ঈদকে সামনে রেখে কুমিল্লায় একদিকে বাহারি পোষাকের সম্ভার নিয়ে সেজেছে দেশি ব্র্যান্ডের বিভিন্ন ফ্যাশন হাউজের শো-রুমগুলো। আরেকদিকে নগরীর বড় ছোট শপিংমলগুলোতে পাকিস্তান ও ভারতের মুম্বাই-কোলকাতার পোষাকের সমারোহ ঘটেছে। এবারের ঈদে নগরীতে দেশি ব্র্যান্ডের ফ্যাশন হাউজগুলোর পোষাকে ভিন্নমাত্রার নতুনত্বে আর মার্কেট ও শপিংমলের দোকানগুলোতে ভারত, পাকিস্তানের বিভিন্ন ব্র্যান্ডের কটন ও জর্জেট কাপড়ের থ্রিপিস কুমিল্লার তরুণীদের দৃষ্টি কেড়েছে।

 

শুক্রবার ও শনিবার ছুটিরদিন হওয়ায় ফ্যাশন হাউজ ও শপিংমলের দোকানগুলোতে জমে ওঠে ঈদের কেনাকাটা। আজ রবিবারও প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে। তবে বিকেলে বৈরি আবহাওয়া ও সন্ধ্যার বৃষ্টির কারণে মার্কেটে ক্রেতা সমাগম কমে যায়।

 

এদিকে কুমিল্লা নগরীর শপিংমল ও বিভিন্ন মার্কেটের থ্রিপিস দোকানের দিকে দৃষ্টি ফেলতেই দেখা মেলে তরুণীদের হাতে হাতে ড্রেসের ক্যাটালগ। এবারের ঈদে পাকিস্তান, কোলকাতা ও মুম্বাইয়ের থ্রিপিসের ডিজাইন, রং, কারুকাজে আনা হয়েছে বাড়তি নান্দনিকতা।

 

এর মধ্যে ভারতের আইস্তা, রাখী, বর্ষা, কাভি, কোরা, কিলল, জিবা, রিলেসা, সামার, মিলান, আনজারা এবং পাকিস্তানের গুলজি, মর্জা, আগানূর, তায়াক্কাল, রাঙরাসিয়া, রুহাই সাকুন, মাহাজাল, বিনসাইদ, বিনহামিদ, মার্শাল, আলিয়াসহ আরো বেশকিছু ব্র্যান্ডের থ্রিপিস দোকানগুলোতে স্থান পেয়েছে।

 

অন্যদিকে কোলকাতা, মুম্বাই এমনকি পাকিস্তানি পোষাকের ধূমের ভেতরেও দেশি ব্র্যান্ডের প্রতি তরুণ-তরুণীদের আকৃষ্ট করতে নগরীর নজরুল এভিনিউতে আড়ং, ফড়িং, জেন্টেল পার্ক, রঙ, অঞ্জনস, কে-ক্রাফট, টুয়েলভ, বাদুরতলায় ইনফিনিটি, সেইলর, আর্ট, ক্যাটসআই, লাকসাম রোডে টপটেন, ইজি, ঝাউতলায় দর্জিবাড়ি শো-রুমে নানা ডিজাইনের ড্রেস প্রদর্শন করা হয়েছে।

 

শনিবার রাতে নগরীর মনোহরপুর নূর মার্কেটের রিলেশান থ্রিপিস সেন্টারে পোষাক কিনতে আসা বেশ ক’জন তরুণী জানান, ‘ক্যাটালগের সবচেয়ে সুন্দর ডিজাইনের থ্রিপিস আগেভাগে না কিনলে পরে পছন্দেরটা মেলানো কঠিন হয়ে পড়ে। তাই আগেভাগেই পছন্দের পোষাক কিনে নিলাম।’

 

এদিকে কুমিল্লায় ঈদের বাজারে রমণীদের পছন্দের বাহারি ডিজাইনের শাড়ির বিপুল সমাহার ঘটেছে নগরীর শাড়ি-কাপড় বিক্রির দোকানগুলোতে। ঈদকে সামনে রেখে তরুণীদের পাশাপাশি তরুণদের পোষাকেও আধুনিকতা এবং ফ্যাশনের ছোঁয়া রয়েছে। আর বিভিন্ন ব্র্যান্ডের নানা বাহারি নামে শিশুদের পোষাক বিক্রিও জমে উঠেছে।

Last Updated on March 24, 2024 11:12 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102