কুমিল্লা জেলায় মামলার তুলনায় নিষ্পত্তি সন্তোষজনক উল্লেখ করে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বলেছেন, পুলিশসহ অংশিদারি সকল প্রতিষ্ঠান এবং ম্যাজিস্ট্রেটরা একে অপরের প্রতি আত্মবিশ্বাস,সম্মান রেখে নিজেদের এখতিয়ারভুক্ত কাজগুলো দায়িত্বের সঙ্গে করছেন বলেই মামলা নিষ্পত্তি সম্ভব হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস বিচারসংশ্লিষ্টরা নিজেদের কাজগুলো সময়মতো করলে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে কুমিল্লার আদালত দৃষ্টান্ত স্থাপন করবে।
শনিবার (১৩ মে) কুমিল্লা জেলা আদালত ভবনের হল রুমে অনুষ্ঠিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান।
কনফারেন্সে সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষে সকলে যদি নিজ নিজ দায়িত্বে আরো আন্তরিকভাবে কাজ করেন তাহলে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে এবং মামলার জট অনেক কমে যাবে।আমাদের চ্যালেঞ্জ দ্রুত সময়ে মামলার নিস্পত্তি করা। সেই লক্ষে সঠিক সময়ে সাক্ষী আদালতে উপস্থাপন করতে হবে। মামলা তদন্তের ক্ষেত্রে শিশুদের প্রতি বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে। তাদের যেন কোন অবস্থাতেই প্রাপ্ত বয়স্কদের সাথে গুলিয়ে ফেলা না হয়।
সভায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে পারস্পারিক সহযোগিতা নিশ্চিতকরণ, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গৃহীতব্য পদক্ষেপ সমূহ, আদালতের নির্দেশনা মোতাবেক যথাসময়ে মেডিকেল সার্টিফিকেট প্রেরণ নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সমস্যা ও সমাধানের পরামর্শ দেওয়া হয়।
সভায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ,র্যাব, বিজিবি, নারকোটিক্স, সিআইডি, মেডিকেল অফিসারসহ কুমিল্লার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।
Last Updated on May 14, 2023 5:08 pm by প্রতি সময়