কুমিল্লায় ফেব্রুয়ারি মাসে ৮টি খুন, ১৪টি নারী ও শিশু নির্যাতনের মামলায় ধর্ষণের ৯টি ঘটনা, অগ্নিকাণ্ড ৬২টি, গাড়ি চুরি ১৯টি, মাদক আইনে মামলা ২০৩টি এবং ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি হয়েছে। সবমিলে ফেব্রুয়ারি মাসে জেলায় বিভিন্ন অপরাধের ৪২২টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১০ মার্চ) সকালে জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়।
জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহা উদ্দিন বাহার সহ জেলা প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধান ও প্রতিনিধিসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় জানানো হয়, জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব দুর্ঘটনায় প্রাণহানিও বেড়েছে। এর মধ্যে বেশির ভাগ দুর্ঘটনাই মহাসড়কে সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
সভায় জানানো হয়, এ বিষয়ে কনসালটিভ ওয়ার্কশপ আয়োজন করে আলোচনা সাপেক্ষে কার্যক্রম গ্রহন করা হবে। এছাড়া মহাসড়কে থ্রি হুইলার বন্ধ এবং ফিটনেসবিহিন মাইক্রোবাস চলাচল বন্ধ করার অভিযান চলমান থাকবে।
সভা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ জানান, ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির পরিমান বেড়েছে। তবে সব সময় এই সংখ্যাটি থাকে না। তারপরও সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষ , হাইওয়ে পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্টদের সাথে বিশেষ সভা খুব শীঘ্রই আয়োজন করা হবে। দুর্ঘটনা কমাতে কি কি করণীয় সেগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
Last Updated on March 10, 2024 9:05 pm by প্রতি সময়