কুমিল্লায় এক বৃদ্ধ নারীকে হত্যার দায়ে খোরশেদ আলম নামের একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন কুমিল্লার আদালত।
বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৫ অক্টোবর রাত ১১টার সময় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের চান্দলা গ্রামে জবা বেগম নামের ৭৫ বছর বয়সী বৃদ্ধাকে ঘুমন্ত অবস্থায় তার ঘরে জবাই করে বালিশ চাপা দিয়ে রাখে। অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ওই রাতে জবা বেগমের ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে নেয়।
পরদিন সকালবেলা ছোট ছেলে জসীম উদ্দীনের স্ত্রী স্বপ্না বেগম নাস্তা খাওয়ার জন্য শাশুড়িকে ডাকতে গেলে দরজা খোলা দেখে ভিতরে ঢুকে দেখেন শাশুড়ির মুখে বালিশ চাপা দেওয়া। পরে বালিশ সরিয়ে দেখেন গলাকাটা রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে আছেন।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের পর র্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে তথ্য প্রযুক্তির মাধ্যমে খুনি খোরশেদ আলমকে চিহ্নিত করে। সে নাঙ্গলকোট উপজেলার সিজিয়ারা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। পরে সে আদালতে খুনের ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইয়ামিন সুমন ঘটনার তদন্তপূর্বক ২০২২ সালের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১০জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানীর পর আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন আদালত।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট মো. মজিবুর রহমান বাহার ও এডভোকেট শেখ মাসুদ ইকবাল মজুমদার।
Last Updated on April 27, 2023 8:07 pm by প্রতি সময়