কুমিল্লায় এসো হে বৈশাখ, এসো এসো- ১৪৩০ বাংলা নতুন বছরকে আমন্ত্রন জানাতে তপ্তরোদ উপেক্ষা করে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজারো মানুষ। নানান রঙেঢঙে সেজে-বাদ্য বাঁজিয়ে বাঙালির কয়েক শতবর্ষের ঐতিহ্যকে আবারো লালন করা হয়েছে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে। পবিত্র মাহে রমজানের কারণে নববর্ষকে স্বাগত জানাতে অনুষ্ঠান সূচি কিছুটা সীমিত করা হলেও মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে নটায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে প্রায় দুই ঘন্টাব্যাপি অনুষ্ঠিত হয় পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলাবাহিনীর সরব উপস্থিতিতে জাঁকজমক ভাবে পালিত হয়েছে বাঙালি জাতির এই সার্বজনীন উৎসব। সব মিলিয়ে বর্ণিল আয়োজন আর উৎসব মুখর পরিবেশে কুমিল্লায় পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩০।
পহেলা বৈশাখে কুমিল্লায় বর্নিল শোভাযাত্রা শুক্রবার সকালে নগরীর কান্দিরপাড়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জামতলার মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় পহেলা বৈশাখের বর্ণাঢ্য কর্মসূচি। একই সাথে নববর্ষকে আমন্ত্রন জানাতে ‘এসো হে বৈশাখ’ গানে সুর মেলায় শোভাযাত্রায় অংশ নিতে আসা হাজারো মানুষ।
এরপরই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহা উদ্দিন বাহার। এসময় তিনি বলেন, বাঙালি সংস্কৃতির স্বাধীন চর্চার জন্যই মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ আত্মত্যাগ করেছেন। আমরা স্বাধীন ভাবে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন করতে পারছি তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। আর কুমিল্লার সকল মানুষকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, বাংলা নববর্ষে পহেলা বৈশাখ এমন একটি অনুষ্ঠান যা শত বছর ধরে বাঙালি জাতি সার্বজনীন ভাবে পালন করে আসছে। আমরা পহেলা বৈশাখ উদযাপনের জন্য সবকিছু পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিয়েছি-যেন কুমিল্লাবাসী আনন্দমুখর পরিবেশে নববর্ষকে স্বাগত জানাতে পারে। পহেলা বৈশাখ উদযাপনে যাহারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির সংস্কৃতিকে সারাবিশ্বে পরিচিত করেছে। আমরা কুমিল্লাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি উদযাপনের জন্য সকল ব্যবস্থা গ্রহন করেছি। সবাই শান্তিপূর্ণ পরিবেশে দিনটি উদযাপন করবেন।
পহেলা বৈশাখে কুমিল্লায় বর্নিল শোভাযাত্রা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান। কুমিল্লার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সংগঠক, উর্দ্ধতণ প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় কুমিল্লা জেলা প্রশাসন-জেলা শিল্পকলা একাডেমির পাশাপাশি ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, কুমিল্লা সরকারি কলেজ থিয়েটার, কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক ব্যানারে রঙিণ আয়োজনে শোভাযাত্রায় অংশ নেয়।
জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নাচ, গান, আবৃত্তিসহ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় জেলা শিল্পকলা একাডেমিসহ কুমিল্লা নবীণ প্রবীণ সংস্কৃতিকর্মীরা।
এদিকে পহেলা বৈশাখ উপলক্ষ্যে কুমিল্লা টাউন হল মাঠে সংক্ষিপ্ত পরিসরে বসেছে বৈশাখী মেলা এবং বিভিন্ন হাঁটবাজারে বসেছে মাছের মেলা।
Last Updated on April 14, 2023 11:33 pm by প্রতি সময়