কুমিল্লায় বর্ণাঢ্য নানা আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর টাউন হল মাঠে বেলুন উড়িয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মির্জা মোঃ ইফতেখার আলী, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, কুমিল্লা সিটি করপোরেশনের করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম, প্যানেল মেয়র মঞ্জুর কাদের মনিসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি থেকে ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার- উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহল মাঠে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন।
Last Updated on September 17, 2023 5:59 pm by প্রতি সময়