কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টি আসনে ৯ জন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। প্রত্যাহারের ওই তালিকায় হেভিওয়েট প্রার্থী হিসেবে রয়েছেন কুমিল্লা ৮ (বরুড়া) আসনের আওয়ামী লীগের মনোনয়নে দুই বারের এমপি নাসিমুল আলম চৌধুরী (নজরুল)।
এছাড়াও প্রার্থীতা প্রত্যাহারের তালিকায় আছেন জাকের পার্টির ৫ প্রাথী। এরা হচ্ছেন, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে এটিএম ওবায়দুল হক, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে আবদুল লতিফ স্বপন, কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ইঞ্জিনিয়ার মো সাইফুল ইসলাম, কুমিল্লা- ৭ (চান্দিনা) আসনে মো সহিদুল ইসলাম, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে শাহ আলম মোল্লা। এছাড়াও প্রত্যাহারের তালিকায় আছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সাদিয়া সাবা এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী ও দলের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী কুমিল্লা- ৮ ও কুমিল্লা ৯ আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু.খন্দকার মুশফিকুর রহমান বলেন, ৯ জন প্রার্থী প্রত্যাহারের মধ্য দিয়ে এখন পর্যন্ত ১১ আসনে বৈধ প্রার্থী রয়েছেন ৮৮ জন। তিনি আরও বলেন, জেলার ১১টি সংসদীয় আসনের ১৭টি উপজেলায় ২৬ জন ম্যাজিস্ট্রেট এবং ১১জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
Last Updated on December 17, 2023 10:27 pm by প্রতি সময়