বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) কুমিল্লা জেলার উদ্যোগে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ,বাজার সিন্ডিকেট কারীদের বিরুদ্ধে ব্যবস্থা , সংবিধান অনুযায়ী অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে মহাসমাবেশ ও গনমিছিল শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকাল তিনটায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান ও মাইজভাণ্ডার দরবার শরীফের পীর শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সমাবেশ ও গনমিছিল সফল করার লক্ষ্যে সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন বিএসপি কুমিল্লা জেলা সভাপতি পীরজাদা মুফতি বাকিবিল্লাহ আল আযহারী।
Last Updated on September 7, 2023 4:27 pm by প্রতি সময়