ভোটের দিন যত এগিয়ে আসছে কুমিল্লায় ততই বাড়ছে নির্বাচনী সংঘাত ও অভিযোগ পাল্টা অভিযোগ। এসব ঘটনায় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে হচ্ছে জরিমানা ও শোকজ। গত ১৫ দিনে নির্বাচনী কাজে নিয়োজিত ভ্রাম্যমান আদালত প্রার্থী ও সমর্থকদের কাছ থেকে তিন লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে।অনুসন্ধান কমিটিতে শোকজ করা হয়েছে বর্তমান এমপি, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী, জনপ্রতিনিধি সহ অন্তত ৮ জনকে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনে আরো কঠোর হবে প্রশাসন।
এদিকে ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা ও শোকজ। কালো টাকার ছড়াছড়ি এবং পেশিশক্তি ব্যবহারের অভিযোগ করছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘন বেশি হচ্ছে কুমিল্লা- ৫ বুড়িচং- ব্রাহ্মণপাড়া, কুমিল্লা- ৬ সদর, কুমিল্লা-১ দাউদকান্দি-তিতাস আসনে।
গত পাঁচ দিনে কুমিল্লা-৭ চান্দিনা আসনে নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র সমর্থক এবং চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মুনতাকিম আশরাফ টিটুর সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সবশেষ আহত হয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মুন্সী, পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবুল খায়ের, যুবলীগ নেতা মো: মহিউদ্দিন। এসব ঘটনায় চান্দিনা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে অন্তত চারটি।
এদিক ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রার্থীদেরকেই সচেতন হতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টিআইবি কেন্দ্রীয় পর্ষদ সদস্য বদরুল হুদা যেন বলেন, যারা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তারা হবেন আইন প্রণেতা। তারাই যদি আইন ভঙ্গ করে তাহলে সাধারণ মানুষ কি করবে?
প্রসঙ্গত, কুমিল্লার ১১ টি আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৯১ জন। জেলায় মোট ভোটার সংখ্যা ৪৬ লাখ ৬ হাজার ২০৯ জন।
Last Updated on December 27, 2023 4:22 pm by প্রতি সময়