রকার পদত্যাগের ১দফা দাবিতে কুমিল্লায় বিএনপির কালোপতাকা গণমিছিল কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার বিকেলে কুমিল্লা মহানগর বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনপর নগরীর কান্দিরপাড়ে বিএনপির কার্যালয়ের সামনে কালো পতাকা গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপি যুগ্নমহাসচিব হাবিব উন-নবী খান সোহেল।
বক্তব্যে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান। তিনি কুমিল্লা পুলিশ লাইনের মাঠে নৌকার আদলে তৈরি মঞ্চের সমালোচনা করে বলেন কুমিল্লার পুলিশ লাইন থেকে নৌকা সরান না হয় নৌকা রেখে পুলিশ লাইন সরান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো:মোস্তাক মিয়া।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ভিপি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন প্রমুখ।
পরে দলীয় কার্যালয় থেকে কালো পতাকার গণমিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Last Updated on August 26, 2023 9:06 pm by প্রতি সময়