কুমিল্লায় ১৭ বোতল মদ, ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৭ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করা হয়।
পৃথক আরেকটি অভিযানে শুক্রবার রাতে জেলার সদর দক্ষিণের উত্তর রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো- কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরন্যপুর গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে গাজী মোঃ রাজিব (২৯)। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার বলুহর গ্রামের মোঃ মহিদুল ইসলামের ছেলে মোঃ রুকনুজ্জামান (২৯) এবং একই গ্রামের মৃত মহিদুল ইসলামের ছেলে তমাল হোসেন বাবু (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ঝিনাইদহ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদ ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Last Updated on February 18, 2023 7:07 pm by প্রতি সময়