কুমিল্লায় ৭০ কেজি গাঁজা, দুই হাজার পিস ইয়াবা, ১৫০ বোতল ফেন্সিডিল সহ ছয় জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান,ন১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা সদরের শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ জসিম উদ্দিন (৪৪), একই গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ ফয়সাল উদ্দিন (২০), বুড়িচং উপজেলার ডুবাইরচর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে মোঃ তামিম হাসান (১৯), মুন্সিগঞ্জ জেলার মোঃ শাহাব উদ্দিন (২৬) , যাত্রাপুর গ্রামের মোঃ রনি (৩০) চৌদ্দগ্রাম থানার হাজারী পাড়া গ্রামের মোঃ সাদ্দাম হোসেন (৩০)।
মাদক বিরোধী অভিযানের বিষয়ে ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বার থানার ইউসুফপুরস্থ মিলন আরা ফিলিং স্টেশন এলাকায় একটি রেজিষ্টেশনবিহীন কাভার্ডভ্যান তল্লাশী করে ৬০ কেজি গাঁজা উদ্ধার এবং গাড়ীটি জব্দ করা হয়।
অপর অভিযানে মঙ্গলবার রাতে কোতয়ালী মডেল থানার নিশ্চিন্তপুর এলাকায় মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয়-বিক্রয় করাকালে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এদিকে বুধবার (১৯ জুলাই) পৃথক দুটি অভিযানে সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন গ্রামে অভিযান পরিচালনা করে ১০কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।
একইদিন কুমিল্লা সদরের ধনপুর এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশী করে ১৫০ বোতল ফেন্সিডিল সহ দুই জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার দেবিদ্বার, কোতয়ালী মডেল থানা এবং সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।
Last Updated on July 19, 2023 9:39 pm by প্রতি সময়