
হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর গুরুত্ব সহকারে বিশ্ব হার্ট দিবস পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য “Don’t Miss a Beat” “হৃদস্পন্দন থামলে থেমে যাবে জীবন, হারাতে দেবেন না একটিও স্পন্দন”।
কুমিল্লায় বেসরকারি পর্যায়ে হৃদরোগ প্রতিরোগ, চিকিৎসা, পুনর্বাসন ও গবেষণাধর্মী সংগঠন হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশ ও ইনার হুইল ক্লাব অব কুমিল্লার উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা টাউনহল মাঠে র্যালী ও ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসক, রোটারী, ইনার হুইল ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শ্রেণিপেশার লোকজন অংশ নেন।
র্যালী শুরুর আগে দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজক সংগঠন হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, সুস্থ হৃদয় ছাড়া সুস্থ জীবন সম্ভব নয়। উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ধূমপান, অস্বাস্থ্যকর ও তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার অভ্যাস, ব্যায়ামের অভাব ও মানসিক চাপ এসব হৃদরোগের ঝুঁকি বাড়ায়। সময়মতো পরীক্ষা-নিরীক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এ ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। হার্টের যত্ন নেওয়া মানে শুধু রোগের চিকিৎসা নয়, বরং আগেভাগেই সতর্কতা অবলম্বন করা। আর এজন্য পরিবারের সদস্যদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো, শিশুদের অল্প বয়স থেকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শেখানো। সর্বোপরি সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। তিনি বলেন, হার্ট কেয়ার ফাউন্ডেশন একটি সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে, যেখানে মানবতার সেবাই হচ্ছে আমাদের মূল দর্শন।
আমন্ত্রিত অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম বলেন, সমাজে হৃদরোগ প্রতিরোধের বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে। এবারের প্রতিপাদ্যে হৃদরোগের আগাম সতর্কতা এবং সুস্থ জীবনধারা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করার ওপর জোর দেওয়া হয়েছে। যেখানে হৃদয়বান সমাজ গঠনের আহবান বিদ্যমান।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারি বলেন, সঠিক খাদ্যাভ্যাস, নিয়ন্ত্রিত জীবনধারা আর ইতিবাচক মানসিকতা হৃদরোগ প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে।
এসময় আরও বক্তব্য রাখেন, নাট্য ব্যক্তিত্ব ও প্রতিসময় সম্পাদক শাহজাহান চৌধুরী, ইনার হুইল ক্লাব অব কুমিল্লার চার্টার প্রেসিডেন্ট ডা. মল্লিকা বিশ্বাস, ইনার হইল ক্লাব অব ৩৪৫ এর চেয়ারম্যান মুশায়েলা করিম ও ইনার হুইল ক্লাব অব ৩৪৭ এর চেয়ারম্যান আফজালুন জহির প্রমুখ।
পরে টাউনহল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালী শেষে কুমিল্লা ক্লাব অঙ্গনে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা প্রার্থীদের হৃদরোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ, আনন্দময় জীবনযাপন, সঠিক এক্সারসাইজ ও খাদ্যাভ্যাস বিষয়ে ধারনা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কুমিল্লা ক্লাব অডিটরিয়ামে ইনার হুইল ক্লাব অব কুমিল্লার আয়োজনে ‘নারীর হৃদরোগ ও সচেতনতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।