তীব্র্র তাপদাহ থেকে রক্ষা ও রহমতের বৃষ্টির জন্য কুমিল্লায় সালাতুল ইসতিসকার আদায় করা হয়েছে।মঙ্গলবার সকাল সোয়া দশটায় কুমিল্লা ওলামায়ে কেরামের উদ্যোগে নগরীর রেইসকোর্স নূর মসজিদ সংলগ্ন মাঠে ওই সালাতের আয়োজন করা হয়।
নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মুফতি ছামসুল ইসলাম জিলানী। নামাজে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের কয়েকশ মুসল্লী অংশগ্রহণ করেন।নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচন্ড খরা থেকে রেহাই পেতে মহান রাব্বুল আলআমিনের কাছে বিশেষ মোনাজাত করা হয়।
নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মুফতি জিলানী মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীতে তাপদাহ ও অনাবৃষ্টির অন্যতম কারণ দুনিয়ার জমিনে পাপাচার বৃদ্ধি পাওয়া।
সৌদি আরবে রহমতের বৃষ্টির জন্য প্রতি বছরই একাধিকবার ইসতিসকার নামাজ পড়া হয়। বিশেষ করে যখনই অনাবৃষ্টি প্রচন্ড তাপপ্রবাহ বেড়ে যায় তখনই নামাজে ইসতিসকা আদায় করা হয়। ইসতিসকার সালাত আদায় করা নফল ইবাদত। তবে মহামারি বা দুর্যোগ এলে এই সালাতের গুরুত্ব অনেক।
হাদিস শরিফে বর্ণিত আছে- রাসুলুল্লাহ (সা.) বৃষ্টি প্রার্থনার সময় বলতেন, হে আল্লাহ! তুমি তোমার বান্দাকে এবং তোমার পশুদের পানি দান করো। আর তাদের প্রতি তোমার রহমত বর্ষণ করো এবং তোমার মৃত জমিনকে জীবিত করো।
Last Updated on April 18, 2023 9:42 pm by প্রতি সময়