কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নিহত, আহত, পঙ্গু ও গ্রেফতার হওয়া সকলের স্মরণে দেশব্যাপী ‘প্রার্থনা-কবর জিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর নগরীর ঝাউলতা ছাতা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। মিছিলটি পুলিশ লাইন্স, রেইসকোর্স, বাদশামিয়ার বাজার পর্যন্ত গিয়ে সেখান থেকে পুনরায় পুলিশ লাইন্স স্কুল গেইটে আসে। এরপর নেতৃবৃন্দ মিছিল নিয়ে রেইসকোর্স ফ্লাইওভারের কাছে গিয়ে অবস্থান নেন। এসময় আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগানে-স্লোগানে মুখর হয়ে উঠে অবস্থানস্থল।
এদিকে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে ছিলো ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিন আওয়ামী লীগের নেতাদের নগরীর বিভিন্ন স্থানে মহড়া দিয়ে পুলিশ লাইন্স মোড়ে অবস্থান নিতে দেখা যায়। সেখানে অবস্থানের পর বিকেল সাড়ে তিনটার দিকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহানগর আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে এসে জড়ো হন।
Last Updated on August 2, 2024 8:47 pm by প্রতি সময়