কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল বলেছেন, কুমিল্লার অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি গত ১৫ বছরে কুমিল্লায় ব্যাপক উন্নয়নের রেকর্ড গড়েছেন। দূর্গাপুর দক্ষিন ইউনিয়নে এখন আর কোন কাঁচা সড়ক নেই। মানুষ দাবী করার মতো কোন কাজ এমপি বাহার বাকী রাখেননি।
প্রায় ৩৪ লাখ টাকা ব্যয়ে কুমিল্লা শহরতলীর শাসনগাছা কৃষি অফিস সংলগ্ন চম্পকনগর সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
রবিবার (১অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের পক্ষে ফলক উন্মোচনের মধ্যদিয়ে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন কুমিল্লা আদর্শ উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল।
ফলক উন্মোচন অনুষ্ঠানে এডভোকেট টুটুল আরও বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়নসহ যে উন্নয়ন করছেন এবং আমাদের প্রিয় নেতা এমপি বাহার কুমিল্লায় যে উন্নয়ন করেছেন তা আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতাকর্মী সমর্থকদের সাধারণ জনগনের মাঝে তুলে ধরতে হবে।
এসময় দূর্গাপুর দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন,কৃষি বিষয়ক সম্পাদক হাজী মনির হোসেন, ক্রীড়া সম্পাদক কামাল হোসেন,কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক, সেক্রেটারি আরিফুর হক, পরিবহন শ্রমিক নেতা ও ক্রীড়া সংগঠক আজাদ হোসেন সহ দলীয় নেতা-কর্মী ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এদিকে এডভোকেট আমিনুল ইসলাম টুটুল জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চম্পকনগর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দূর্গাপুর দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগ ও চম্পকনগর এলাকাবাসী।
Last Updated on October 1, 2023 9:40 pm by প্রতি সময়