ভূমিকম্পে কুমিল্লায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় একটি মসজিদের দেয়ালে ফাটল ধরেছে।
শনিবার সকাল ৯টা৩৫ মিনিটে কুমিল্লাসহ আশে পাশের এলাকায় ৫.৬ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভব অনুভূত হওয়ার পর চৌদ্দগ্রামের একটি গার্মেন্টস ও কুমিল্লা ইপিজেডের শ্রমিকরা আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করার সময় আহতের ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ত্রিনাথ সাহা জানান, উপজেলার মীরশ্বানি এলাকায় ভূমিকম্পে একটি গার্মেন্টসের ১৭ জন শ্রমিক আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী জানান, ভূমিকম্পের সময় কুমিল্লা ইপিজেডে দৌড়াদৌড়ি করে বের হতে গিয়ে তিনজন শ্রমিক আহত হয়েছেন। দুজন প্রাথমিক চিকিৎসা শেষে কর্মস্থলে ফিরে গেছেন। একজন ভর্তি আছেন। এছাড়াও সিড়ি দিয়ে নামতে গিয়ে এক ছাত্রী পা ভেঙ্গে ফেলেছেন।
কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ভুইয়া জানান, ভূমিকম্পের উৎপত্তর স্থল কুমিল্লা থেকে ৪৫ কিঃমিঃ দূরে কুমিল্লা অঞ্চলের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে।
Last Updated on December 2, 2023 3:44 pm by প্রতি সময়