বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির ১৪তম বর্ষে পদার্পণ করছে। চ্যানেলটির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার কুমিল্লা প্রেস ক্লাবে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। পরে প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান।
কুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, প্রেস ক্লাবের সাবেক আহবায়ক নীতিশ সাহা, বিশিষ্ট নারী নেত্রী রোটারিয়ান দিলনাশী মোহসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, এটিএন নিউজ ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রিমা, ইটিভির স্টাফ রিপোর্টার ও টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ন কবির রনি, একাত্তর টিভির স্টাফ রিপোর্টার ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সময় টিভির জেলা প্রতিনিধি বাহার রায়হান, বৈশাখী টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন, এখন টিভির স্টাফ রিপোর্টার খালেদ সাইফুল্লাহ, গাজী টিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, কুমিল্লার কাগজের বার্তা সম্পাদক জহির শান্ত, দৈনিক রূপসী বাংলার রিপোর্টার মাহফুজ নান্টু প্রমুখ।
Last Updated on April 15, 2023 11:29 pm by প্রতি সময়