ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পরষ্পর নিজ হেফাজতে রাখার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
বৃহস্পতিবার (১৩ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার। রায় ঘোষণার সময় সকল আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ নবীর হোসেন নবী ও মৃত আলী আকবর সওদাগরের ছেলে মোঃ মফিজুর রহমান ও মৃত সোবহান মিয়ার ছেলে বাহার মিয়া ও মৃত শানু মিয়ার ছেলে মোঃ সাহেদ হোসেন এবং একই উপজেলার কোমারডোগার নুরু মিয়ার ছেলে আঃ কুদ্দুস।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ মজিবুর রহমান বাহার এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট ওবায়েদ উল্লাহ সরকার।
Last Updated on July 13, 2023 6:48 pm by প্রতি সময়