কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গুরুতর অপরাধ বিবরনীতে জানানো হয়েছে, গেলো মার্চ মাসে কুমিল্লায় মোট ৫৬৬টি অপরাধ সংগঠিত হয়েছে। এর মধ্যে খুনের ঘটনা ১০টি। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ১৬টি, ধর্ষণ ১১টি, রাহাজানি-দস্যুতা ৭টি এবং ৩টি ডাকাতির ঘটনা।
সভায় জানানো হয়, মার্চ মাসে মাদকের মোট মামলার সংখ্যা ২৯০টি। এছাড়া ওই মাসে ১টি দোনলা পিস্তল, ১টি পাইপগান, ২টি কার্তুজ, ২ রাউন্ড গুলি ও ৭টি দেশীয় অস্ত্রসহ মোট ১৩টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। সবগুলো অস্ত্রই উদ্ধার করেছে পুলিশ।
কুমিল্লা জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে জেলায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
Last Updated on April 10, 2023 10:45 pm by প্রতি সময়