কুমিল্লায় হত্যাকাণ্ড সংঘটিত করার ১৩ বছর পর বিশেষ অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মজনু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-১১। গোয়েন্দা তৎপরতা ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১ আগস্ট ) সকাল সাড়ে ৮টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিকে কুমিল্লার হোমনা থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৮ জুলাই কুমিল্লার হোমনা উপজেলার বাগমারা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল করিমকে (৩৫) একই গ্রামের মজনু মিয়া ও কবির মিয়া তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। এ ঘটনার চারদিন পর ২ আগস্ট দুপুরে হোমনার বালুর মাঠের পশ্চিমে তিতাস নদী থেকে আব্দুল করিমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহ করিমের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে হোমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। এবছরের ১৪ জুন বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ মামলার রায়ে আসামি মজনু মিয়া ও কবির মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।
Last Updated on August 1, 2023 6:44 pm by প্রতি সময়