কুমিল্লার লালমাই উপজেলার বরল-বাগমারা এলাকায় মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান মেঘনা কোল্ড স্টোরেজ লিমিটেড নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের একটি টিম।
শুক্রবার (১৭ মে) প্রায় চার ঘন্টা ধরে ওই অভিজান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের টিম। এ সময় ওই কোল্ড স্টোরেজে অবৈধভাবে ২১ লাখ ডিম এবং প্রায় ২৪ হাজার কেজি মিষ্টি ও মিষ্টির সিরা (৮শ ড্রাম) মজুদ করে রাখার সন্ধান মিলে।
একটি আলুর কোল্ড স্টোরেজে বিপুল পরিমাণ ডিম ও মিষ্টি মজুদ করার বিষয়ে কর্তৃপক্ষ এর সঠিক জবাব দিতে পারেনি। কেবল তাই নয়, কোল্ড স্টোরেজ পরিচালনায় কৃষি বিপণন অধিদপ্তর থেকে কৃষি পণ্য মজুদের লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়।
এসব কারণে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন কৃষি বিপণনের লাইসেন্স না নিয়ে কোল্ড স্টোরেজ পরিচালনা করা এবং অবৈধভাবে বিপুল সংখ্যক ডিম ও মিষ্টি মজুদ করায় কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে কৃষি বিপণন আইনের দুটি ধারায় দুই লাখ টাকা জরিমানা এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে ডিম ও মিষ্টিজাত পণ্য বাজারজাত করতে লিখিত অঙ্গীকারনামা রাখেন। এ বিষয়ে কৃষি বিপণন কর্মকর্তাকে মনিটরিং করে বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন।
এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বিষয়টি ভোক্তা অধিকার বিরোধী কাজ হিসেবে আমলে নিয়ে চার মিষ্টি ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের অভিযান লালমাই স্যানিটারি ইন্সপেক্টর মনজুর হোসেন, সদর স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
Last Updated on May 17, 2024 10:19 pm by প্রতি সময়