কুমিল্লা জেলায় মে মাসে ৮ খুন, ২৮০টি মাদকের মামলা ও নারী ও শিশু নির্যাতনের ৪০টি সহ পুরো মাস জুড়ে ৫৪১টি অপরাধ সংগঠিত হয়েছে।
রবিবার (১১ জুন) আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় যানবাহনের জিবির নামে চাঁদা উঠানো, বাজার মনিটরিং, মাদকদ্রব্য স্পট মনিটরিং, মাদক-জঙ্গিবাদ, বাল্য বিবাহ এবং নারী ও শিশু নির্যাতন, ভেজাল ঔষধের বিরুদ্ধে অভিযান, দেবিদ্বার পৌরসভা ও ইউপি নির্বাচন, বেসরকারী হাসপাতালের এম্বুলেন্সের অবৈধ পার্কিং, হাসপাতালের পার্কিং, যানজট নিরসন, গুজব, গরু বাজার মনিটরিং, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন এবং অতিরিক্ত পদক্ষেপ গ্রহনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Last Updated on June 11, 2023 9:51 pm by প্রতি সময়