কুমিল্লার দাউদকান্দিতে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যার ঘটনায় গ্রেফতার মো মাসুদের স্থগিত রিমান্ড আদেশ বাতিল করেছে আদালত। সোমবার (২২মে) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিন এ আদেশে দেন। জামাল হত্যায় মালদ্বীপে পালানোর সময় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার মাসুদের তিন দিনের পুলিশি রিমান্ডে আর কোনো বাঁধা রইলো না।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন বলেন, গত মঙ্গলবার মো মাসুদ এর তিন দিনের পুলিশি রিমান্ড আবেদন মঞ্জুরের পরদিন স্থগিত করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার জেলা ও দায়রা জজ আদালত সেই স্থগিতাদেশ বাতিল করে দিয়ে তিন দিনের পুলিশি রিমান্ড বহাল রাখে। ফলে মাসুদের পুলিশি রিমান্ডের পথে আর বাঁধা রইলো না, আমরা আশা করি, মাসুদের রিমান্ডের মাধ্যমে জামাল হত্যাকান্ডের সকল তথ্য বেড়িয়ে আসবে।’
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, জামাল হত্যার পরিকল্পনা, অস্ত্র সরবরাহ ও আসামীদের নোয়াখালীতে আশ্রয়সহ বিদেশে পালানোর সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য বেরিয়ে আসতে পারে মাসুদের কাছ থেকে। গত বৃহস্পতিবার (১১মে) মালদ্বীপ পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হোন মাসুদ। সে দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের ছোট ভাই।
গত ৩০ এপ্রিল দাউদকান্দির গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যার মামলার ১০ নাম্বার গ্রেফতারকৃত আসামী মো মাসুদ। প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল দাউদকান্দির গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেনকে বোরকা পড়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনায় এখন পর্যন্ত আলাদা কয়েকটি অভিযানে শ্যুটার দেলুসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। এ হত্যাকান্ডে ব্যবহৃত দু’টি পিস্তল ও একটি রিভলবারসহ ছাত্রলীগ নেতা মাজহারুল হক সৈকতের কাছ থেকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির ওসি রাজেস বড়ুয়া বলেন, এ মামলায় গ্রেফতারকৃতরা সবায় বর্তমানে কারাগারে আছেন। মাসুদের রিমান্ডের কাগজ পেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হবে।
Last Updated on May 22, 2023 7:46 pm by প্রতি সময়