কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে এক যুবলীগ কর্মীকে শটগান থেকে গুলি ছুটতে দেখা গেছে।
শনিবার (৩ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন ও রেসকোর্স এলাকায় এই ঘটনা ঘটে।
এর আগে সকাল দশটার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে জিলা স্কুল এলাকায় মিছিলের উদ্দেশে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ব্যানারে অনুষ্ঠিত গণমিছিলে অংশ নেয় কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা হাই স্কুল, কুমিল্লা মডার্ন স্কুল, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুলসহ কুমিল্লা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আন্দোলকারীদের মিছিল আটকাতে স্টেডিয়ামের প্রধান ফটকসহ রাস্তার দুই পাশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। প্রায় দেড় ঘণ্টা ধরে শিক্ষার্থীরা জিলা স্কুলের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের গান, কবিতা আবৃত্তি ও স্লোগান দিতে থাকেন। এরপর শিক্ষার্থীরা স্লোগানসহ শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে কান্দিরপাড় গিয়ে পূবালী চত্বরেও বেশ কিছুক্ষণ অবস্থান নেয়।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ পুলিশ লাইনে অবস্থান নেয়। বেলা পৌনে ১টায় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকলে ওই এলাকার রাস্তার পাশে অবস্থান নেওয়া যুবলীগ কর্মীরা শিক্ষার্থীদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় শিক্ষার্থীরাও পাল্টা ইট পাটকেল ছুঁড়ে।
এক পর্যায়ে, যুবলীগ কর্মীরা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা দিগ্বিদিক ছুটাছুটি শুরু করে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে আশেপাশের বিভিন্ন বাসায় অবস্থান নেয়। অনেক শিক্ষার্থী পুলিশ লাইনের ভিতরে ঢুকে নিজেদের আত্মরক্ষা করে। সংঘর্ষের ফলে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের মধ্যে ভীতি বিরাজ করতে দেখা যায়। এসময় কুমিল্লা নগরীর অধিকাংশ মার্কেট ও দোকানপাট বন্ধ রাখা হয়। পরিস্থিতি শান্ত হলে পুলিশ লাইনের ভেতর আটকা পড়া শিক্ষার্থীদের কে গাড়িতে তুলে তাদের গন্তব্যে পৌঁছে দেয় পুলিশ।
কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা জেনারেল হাসপাতালে ১৩ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এরমধ্যে ৭ জন গুলিবিদ্ধ (ছররা গুলি)। তবে কেউ মারা যাননি।
Last Updated on August 3, 2024 5:43 pm by প্রতি সময়