ঈদের দিনের সোনালী সকাল মানেই নতুন পাঞ্জাবি গায়ে জড়িয়ে ঈদের নামাজ আদায় করা। আর ঈদের জামাতে শরিক হতে টুপি,জায়নামাজ ও নতুন পাঞ্জাবিতে আতরের খুশবু থাকতেই হবে। আবার কারো কারো চোখে সুরমা দেবার শখও ফুটে উঠে দিনটিতে। তাই ঈদগাহে যাওয়ার প্রয়োজনীয় অনুষঙ্গ কিনতে ক্রেতাদের ভিড় লেগেছে কুমিল্লা নগরীর জায়নামাজ, টুপি ও সুগন্ধি আতর বিক্রির দোকানগুলোতে।
ফুটপাতে বসা মৌসুমি টুপি বিক্রেতাদেরও কাছেও ক্রেতাদের কমতি নেই। যেখানেই সুযোগ মিলছে সেখান থেকেই টুপি কিনে নিচ্ছে ক্রেতারা।
ঈদের নামাযের প্রস্তুতি হিসেবে সব বয়সী লোকজন নগরীর কান্দিরপাড়, রাজগঞ্জ মোগলটুলী রোড, টাউনহল সুপার মার্কেট, শাসনগাছা এলাকায় ও ছোটবড় মার্কেটে আতর, তসবিহ, টুপি ও জায়নামাজ বিক্রির দোকানগুলোতে গিয়ে নামাজের প্রয়োজনীয় উপকরণ কিনে নিচ্ছে। ফুটপাতেও বসেছে শতাধিক ভাসমান টুপি বিক্রির দোকান। কেউ কেউ ঠেলাভ্যানে করেও টুপি বিক্রি করছে।
নগরীর আতর টুপি দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারে সৌদি আরব, ইরান, পাকিস্তান, ভারত, দুবাই, হল্যান্ড, ফ্রান্স এবং সিঙ্গাপুর থেকে মর্নিং কুইন, রেড রোজ, হাজরে আসওয়াদ, মুসকা আল উজির, আল রিহাব, সিলভার, আল ফারেজ, আরুণছা, কস্তুরি, থাউজেন্ট ফ্লাওয়ার, দরবার জান্নাতুল ফেরদাউস, মজুমা, লাক্সিআ, কাশ্মিরী, গোলে মেহেদি, গোলে লালা, আম্বর, সুরভী, জেওর, হাসনাহেনা, রজনীগন্ধা, মেস্কে আম্বর, রোজ এ্যাঞ্জেল, জমজম, লাইলাতি, মমতাজ ও জাফরানসহ আরও নানা নামের বিদেশী আতরের আমদানি ঘটেছে। দেশির মধ্যে ম্যাগনেট, লিলি, কাঁচা গোলাপ, জেসমিন ও মদিনা আতর। বিদেশী আতর ৩শ’ থেকে শুরু করে ৫হাজার টাকা দাম রয়েছে। আর ১শ’ থেকে ২শ’ টাকার মধ্যে মোটামুটি ভাল দেশি আতর পাওযা যাচ্ছে।
আতরের পাশাপাশি জায়নামাজ, টুপি বিক্রিও জমে উঠেছে। এবারে এরাবিয়ান, পাকিস্তান, তুর্কি ও চায়নার জায়নামাজের চাহিদা বেশি। এরাবিয়ান জায়নামাজ প্রতিটি ৬শ’ থেকে ২হাজার টাকা, পাকিস্তানের জায়নামাজ ৫শ’ থেকে ১৫শ টাকা, চায়না জায়নামাজ ৩শ’ থেকে ৫শ’ টাকায় পাওয়া যাচ্ছে। সাধারণ মানের টুপির দাম ৮০ থেকে ১৫০ টাকা। উন্নত মানের টুপি পাওয়া যাচ্ছে ২শ’ থেকে ৮শ’ টাকায়।
এবারে দোকানগুলোতে সবচেয়ে বেশি চায়না টুপি স্থান পেয়েছে। এছাড়াও দেশীয় ব্রান্ডের মধ্যে আলিফ ক্যাপ, মুন ক্যাপ, মনজিল ক্যাপ, আল ফারুক কোম্পানির টুপি বেশি বিক্রি হচ্ছে। শিশু ও তরুণদের কাছে এবারে পুঁতি ও হাতের বা মেশিনের কারুকাজ করা নকশি টুপির বেশি পছন্দ।
এদিকে নগরীর কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ, ছাতিপট্রি, গোয়ালপট্রি, কাপড়িয়াপট্রি, চকবাজার, তেলিকোনা, নুরপুর, টমছমব্রীজ, শাসনগাছা, পুলিশ লাইন, রেইসকোর্স এলাকার ফুটপাতে মৌসুমী বিক্রেতারাও টুপির পসরা সাজিয়ে বসেছে। ফুটপাতের দোকানিদের কাছে সুলভদামেই মিলছে এমব্রয়ডারি ও নকশা করা টুপি।
দোকানিরা বলছেন, অন্যান্যবারের চেয়ে এবারে টুপি, জায়নামাজ বেশি বিক্রি হচ্ছে। আর আতরের মধ্যে সৌদি আরবের আল ফরেজ, মর্নিং কুইন, মুসকা আল উজির, হাজরে আসওয়াদ, ভারতের জান্নাতুল ফেরদৌসের প্রতি ক্রেতাদের আকর্ষন বেশি।
Last Updated on April 21, 2023 9:47 am by প্রতি সময়