রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বরুড়ায় প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থী পেল আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি কুমিল্লা নগর আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিতে নিরন্তর প্রয়াস চালিয়ে গেছেন আলতাফ হোসেন : কুমিল্লায় স্মরণ সভায় বক্তারা নিমসার সবজি বাজার ঘিরে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ কুমিল্লায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা মুরাদনগরে পলিথিন ব্যাগের বিপণন ও ব্যবহার বন্ধে সচেতনতামূলক প্রচারণা কুবির উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নেতৃত্বে নাঈম-নয়ন শুক্র ও শনিবার শিক্ষার্থীদের পরিবহন সেবা দিবে কুবি প্রশাসন দাউদকান্দিতে বিদেশী পিস্তলসহ এক যুবক গ্রেফতার র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাত দাউদকান্দিতে গ্রেফতার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সিট বন্টনসহ নীতিমালা প্রকাশ  কুমিল্লার দেবিদ্বারে বাস-ট্রাক-লরির ত্রিমুখি সংঘর্ষে অন্তত ৩০জন আহত আমিরাতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত সম্মেলন অনুষ্ঠিত #বিশ্বজোড়া তরিক্বতের কালজয়ী পথিকৃৎ খলিফায়ে রাসুল হযরত গাউছুল আজম (রাঃ) -মাননীয় মোর্শেদে আজম (মা.জি.আ.) যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলর বিল্লাল গ্রেফতার লাকসামে স্বামীর সঙ্গে ঝগড়া, অতঃপর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কুমিল্লা টাউনহলের মাঠজুড়ে বিপ্লবী শিক্ষার্থীদের গ্রাফিতি # শিক্ষার্থীদের শিল্পকর্ম নতুন বাংলাদেশের সংগ্রামী ইতিহাসের স্বাক্ষী প্রাইভেটকারের ডিকিতে ৮০ কেজি গাঁজা, হাইওয়ে পুলিশের হাতে একজন আটক ব্রাহ্মণপাড়ায় গার্মেন্টস ব্যবসায়ী খুন কুমিল্লা নগরীতে নিষিদ্ধ পলিথিনের খুঁজে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর

কুমিল্লায় শেষ মুহূর্তে টুপি আতর জায়নামাজের দোকানে ভিড়

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১২০ দেখা হয়েছে
কুমিল্লা নগরীর কান্দিরপাড়।

ঈদের দিনের সোনালী সকাল মানেই নতুন পাঞ্জাবি গায়ে জড়িয়ে ঈদের নামাজ আদায় করা। আর ঈদের জামাতে শরিক হতে টুপি,জায়নামাজ ও নতুন পাঞ্জাবিতে আতরের খুশবু থাকতেই হবে। আবার কারো কারো চোখে সুরমা দেবার শখও ফুটে উঠে দিনটিতে। তাই ঈদগাহে যাওয়ার প্রয়োজনীয় অনুষঙ্গ কিনতে ক্রেতাদের ভিড় লেগেছে কুমিল্লা নগরীর জায়নামাজ, টুপি ও সুগন্ধি আতর বিক্রির দোকানগুলোতে।

 

ফুটপাতে বসা মৌসুমি টুপি বিক্রেতাদেরও কাছেও ক্রেতাদের কমতি নেই। যেখানেই সুযোগ মিলছে সেখান থেকেই টুপি কিনে নিচ্ছে ক্রেতারা।

 

ঈদের নামাযের প্রস্তুতি হিসেবে সব বয়সী লোকজন নগরীর কান্দিরপাড়, রাজগঞ্জ মোগলটুলী রোড, টাউনহল সুপার মার্কেট, শাসনগাছা এলাকায় ও ছোটবড় মার্কেটে আতর, তসবিহ, টুপি ও জায়নামাজ বিক্রির দোকানগুলোতে গিয়ে নামাজের প্রয়োজনীয় উপকরণ কিনে নিচ্ছে। ফুটপাতেও বসেছে শতাধিক ভাসমান টুপি বিক্রির দোকান। কেউ কেউ ঠেলাভ্যানে করেও টুপি বিক্রি করছে।

 

নগরীর আতর টুপি দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারে সৌদি আরব, ইরান, পাকিস্তান, ভারত, দুবাই, হল্যান্ড, ফ্রান্স এবং সিঙ্গাপুর থেকে মর্নিং কুইন, রেড রোজ, হাজরে আসওয়াদ, মুসকা আল উজির, আল রিহাব, সিলভার, আল ফারেজ, আরুণছা, কস্তুরি, থাউজেন্ট ফ্লাওয়ার, দরবার জান্নাতুল ফেরদাউস, মজুমা, লাক্সিআ, কাশ্মিরী, গোলে মেহেদি, গোলে লালা, আম্বর, সুরভী, জেওর, হাসনাহেনা, রজনীগন্ধা, মেস্কে আম্বর, রোজ এ্যাঞ্জেল, জমজম, লাইলাতি, মমতাজ ও জাফরানসহ আরও নানা নামের বিদেশী আতরের আমদানি ঘটেছে। দেশির মধ্যে ম্যাগনেট, লিলি, কাঁচা গোলাপ, জেসমিন ও মদিনা আতর। বিদেশী আতর ৩শ’ থেকে শুরু করে ৫হাজার টাকা দাম রয়েছে। আর ১শ’ থেকে ২শ’ টাকার মধ্যে মোটামুটি ভাল দেশি আতর পাওযা যাচ্ছে।

 

আতরের পাশাপাশি জায়নামাজ, টুপি বিক্রিও জমে উঠেছে। এবারে এরাবিয়ান, পাকিস্তান, তুর্কি ও চায়নার জায়নামাজের চাহিদা বেশি। এরাবিয়ান জায়নামাজ প্রতিটি ৬শ’ থেকে ২হাজার টাকা, পাকিস্তানের জায়নামাজ ৫শ’ থেকে ১৫শ টাকা, চায়না জায়নামাজ ৩শ’ থেকে ৫শ’ টাকায় পাওয়া যাচ্ছে। সাধারণ মানের টুপির দাম ৮০ থেকে ১৫০ টাকা। উন্নত মানের টুপি পাওয়া যাচ্ছে ২শ’ থেকে ৮শ’ টাকায়।

 

এবারে দোকানগুলোতে সবচেয়ে বেশি চায়না টুপি স্থান পেয়েছে। এছাড়াও দেশীয় ব্রান্ডের মধ্যে আলিফ ক্যাপ, মুন ক্যাপ, মনজিল ক্যাপ, আল ফারুক কোম্পানির টুপি বেশি বিক্রি হচ্ছে। শিশু ও তরুণদের কাছে এবারে পুঁতি ও হাতের বা মেশিনের কারুকাজ করা নকশি টুপির বেশি পছন্দ।

 

এদিকে নগরীর কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ, ছাতিপট্রি, গোয়ালপট্রি, কাপড়িয়াপট্রি, চকবাজার, তেলিকোনা, নুরপুর, টমছমব্রীজ, শাসনগাছা, পুলিশ লাইন, রেইসকোর্স এলাকার ফুটপাতে মৌসুমী বিক্রেতারাও টুপির পসরা সাজিয়ে বসেছে। ফুটপাতের দোকানিদের কাছে সুলভদামেই মিলছে এমব্রয়ডারি ও নকশা করা টুপি।

দোকানিরা বলছেন, অন্যান্যবারের চেয়ে এবারে টুপি, জায়নামাজ বেশি বিক্রি হচ্ছে। আর আতরের মধ্যে সৌদি আরবের আল ফরেজ, মর্নিং কুইন, মুসকা আল উজির, হাজরে আসওয়াদ, ভারতের জান্নাতুল ফেরদৌসের প্রতি ক্রেতাদের আকর্ষন বেশি।

Last Updated on April 21, 2023 9:47 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102