কুমিল্লার বরুড়া উপজেলার বিলপুকুরিয়ায় শ্বশুরবাড়ি এলাকা থেকে গরু চুরি করে নেওয়ার পথে ওই এলাকার জামাই সহ তিনজনকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।
বুধবার বিকেলে আটক জুয়েল ও তার দুই সহযোগীকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
দেবিদ্বার পুলিশের চেকপোষ্টে মঙ্গলবার রাতে চোরাই গরুসহ আটক হয় জুয়েল সহ তার দুই সহযোগী। আটক জুয়েল কুমিল্লার ধর্মপুর এলাকার বাসিন্দা। সে কুমিল্লার বরুড়ার বিলপুকুরিয়া গ্রামের জৈনক ব্যক্তির জামাতা। আটক অপর দুজন হলেন- কুমিল্লা সদরের সাতরা চম্পকনগর এলাকার মোঃ রাসেল ও কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মোঃ সুজন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেলে আটক তিনজন বরুড়ার বিলপুকুরিয়া গ্রাম থেকে একটি গরু চুরি করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেবিদ্বার উপজেলা হয়ে যাওয়ায় পথে পুলিশের চেকপোস্টে ধরা পরে। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে আটক জুয়েল জানায়, তার শ্বশুর বাড়ি বরুড়ার বিল পুকুরিয়া গ্রামে। ওই গ্রাম থেকে তার দুই বন্ধুকে নিয়ে একটি গরু চুরি করে বিক্রির জন্য দেবিদ্বারে নিয়ে যাচ্ছিল। গরু বিক্রি করে তারা জুয়া খেলত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
এদিকে গরুর খোঁজ পেয়ে বরুড়ার বিল পুকুরিয়া গ্রাম থেকে দেবিদ্বার থানায় এসে গরুর মালিক আমির হোসেন বিলপুকুরিয়া গ্রামের জামাতা জুয়েলসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
Last Updated on February 15, 2023 7:42 pm by প্রতি সময়