
বুধবার (২১ মে) শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) হাবিবুর রহমান দায়েরকৃত মামলার শুনানি শেষে ত্রিশ এনার্জি গ্রুপের মালিকানাধীন তাল্লো বাংলাদেশ লিমিটেড নামের ওই কোম্পানিকে ৪০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন।
এ সময় তাল্লো বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক ব্রিটিশ নাগরিক এডউইন জর্জ বোলস এবং প্রশাসনিক কর্মকর্তা মিস হামিদা ভিরানি শুনানিতে উপস্থিত থেকে জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কুমিল্লার শ্রম পরিদর্শক গোলাম খাজা মো. মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, বাঙ্গরা গ্যাস প্রসেসিং ফ্যাসিলিটি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে অনিয়ম করে আসছে। এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে একে একে চারবার তাগিদপত্র দেওয়া হলেও তাল্লো বাংলাদেশ লিমিটেড বেআইনি কার্যক্রম অব্যাহত রাখে। ফলে বাধ্য হয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কুমিল্লার পক্ষ থেকে শ্রম আদালতে মামলা করা হয়। আদালত ওই প্রতিষ্ঠানকে হাজার টাকা জরিমানা এবং আগামী তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানটির চিহ্নিত সমস্যা সমাধানের জন্য নির্দেশ দেওয়া হয়।