‘স্কাউটিং করবো,স্মার্ট বাংলাদেশ গড়বো’ এ স্লোগানে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে ও কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় বুধবার (১৭ মে) অনুষ্ঠিত হল ৩৪০-৩৪১তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স।
কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হাসানাত আনোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা জেলার রোভার সভাপতি মোহাম্মদ শামীম আলম।
প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর মো. এনামুল হক খান এবং বিশেষ স্কাউট ব্যক্তিত্ব কুমিল্লা জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক।
কুমিল্লা জেলা রোভারের ডিআরএসএল দিদারুল হক রিমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভার মোঃ মাঈনুদ্দীন খন্দকার সম্পাদক।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ, সহকারী কমিশনার কুমিল্লা সরকারি মহিলা কলেজের প্রভাষক সামিয়া নুসরাত জাহান।
কুমিল্লা সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে জেলার বিভিন্ন থানার ৯৬ জন কলেজ শিক্ষকের অংশগ্রহণে অনুষ্ঠিত স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশনে আগামীদিনে রোভার স্কাউটসের ইউনিট পরিচালনার কলাকৌশল আলোচনা করা হয়।
হাতে-কলমে নানা রকম কর্মসূচির মধ্য দিয়ে প্রশিক্ষন দেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ডিআরসি ট্রেইনিং ড. মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, রোভার অঞ্চলের প্রশিক্ষন বিষয়ক কর্মকর্তা গোলাম মাসুদ, সহকারি কমিশনার কুমিল্লা জেলা রোভার ফাতিমা বেগম।
কোর্সের সাপোর্ট সদস্য হিসেবে ছিল কুমিল্লা জেলা রোভারের এসআরএম প্রতিনিধি, রোভার তুহিন আহমেদ, রোভার নাজমুস সাকিব বিন মোস্তফা, রিফাত আহমেদ, জাকিয়া সুলতানা বিথি।
Last Updated on May 16, 2023 10:15 pm by প্রতি সময়