কুমিল্লা সদরের শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আল-আমিনকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন কুমিল্লার একটি আদালত।
রোববার (৩১ মার্চ) দুপুরবেলা কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা: ফরিদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- কুমিল্লা সদরের শালধর (সামারচর) গ্রামের মো. মোসলেম সরদারের ছেলে মো. নেয়ামত উল্লাহ (১৮)।
রাষ্ট্রপক্ষের কৌশলী এপিপি মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্কুল ছাত্র হত্যার ঘটনা তুলে ধরে রাষ্ট্রপক্ষের ওই আইনজীবী জানান, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারী মাগরিবের নামাজের শেষে শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আল-আমিন এলাকার একটি মাহফিলে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আর ফিরেনি। তাকে খোঁজাখুঁজি করে না পাওয়ার পর পরদিন কোতয়ালী মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর দিন শালধর এলাকার একটি পুকুরে আল-আমিনের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন। পুলিশ লাশ উদ্ধার করার পর অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন নিহত স্কুল ছাত্রের পিতা ফয়েজ আহমেদ। পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ওই এলাকার নেয়ামত উল্লাহ ও মো. শাহজাহান নামে দুইজনকে গ্রেফতার করে। মামলায় ওই দুই আসামির সঙ্গে মোরশেদা নামে আরেক আসামিকে পলাতক দেখানো হয়। আদালতে তিন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এরপর মামলার বিচার কাজ শুরু হলে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আসামি নেয়ামত উল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও অন্য দুই আসামিকে বেকসুর খালাস দেয় আদালত।
Last Updated on March 31, 2024 9:59 pm by প্রতি সময়