কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার কুমিল্লার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সেলিনা আক্তার আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন বলে এপিপি মো. জাকির হোসেন খান জানান।
দণ্ডপ্রাপ্ত ৩০ বছর বয়সি মো. স্বপন মিয়া মুরাদনগর উপজেলার কৈজুরী সরকার বাড়ির মৃত নুরু মিয়ার ছেলে।
মামলার বরাতে এপিপি মো. জাকির হোসেন খান বলেন, ২০০৬ সালে পারিবারিকভাবে স্বপন মিয়ার সঙ্গে ফাতেমা বেগমের বিয়ে হয়। সদরের শাসনগাছা এলাকায় ভাড়া বাসায় থেকে স্বপন ফেরি করে মালামাল বিক্রি করতেন।
পরিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। ২০১২ সালের ১৯ অগাস্ট রাতে ফাতেকে শ্বাসরোধে হত্যা করেন স্বপন। এ ঘটনায় পরদিন নিহতের ভাই কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।
প্রায় একযুগ পর আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করা হয় বলে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান।
Last Updated on April 13, 2023 9:44 pm by প্রতি সময়