বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রতিরোধে রবিবার কুমিল্লায় মাঠে থাকবে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার (২৮ অক্টোবর) রাতে বিএনপি-জামায়াতের হরতাল প্রতিরোধের ঘোষণা দিয়ে এমপি বাহার জানান, বিএনপি খুনি ও সন্ত্রাসীদের দল। স্বাধীনতা বিরোধী শক্তিকে সাথে নিয়ে তারা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তার করছে। তারা আজকে তাদের পুরোনো চেহারায় ফিরে এসেছে। ঢাকায় অগ্নি সন্ত্রাস চালিয়েছে। শান্তির কুমিল্লায় কাউকে শান্তি বিনষ্ট করতে দেওয়া হবে না। কুমিল্লার মানুষের নিরাপত্তায় কুমিল্লা মহানগরী ও সদরের প্রতিটি এলাকায় আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থেকে বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল প্রতিহত করবে। আওয়ামী লীগ শান্তি চায়। এজন্য আমরা নগরীতে শান্তি সমাবেশ করব।
এমপি বাহার আরও বলেন, বিএনপির ডাকা অবৈধ হরতাল রুখতে রবিবার (২৯ অক্টোবর) সারাদিন মাঠে থাকবে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কুমিল্লার সর্বস্তরের ব্যবসায়ীদের নির্ভয়ে দোকানপাট খুলে ব্যবসা বাণিজ্য করার আহ্বান জানাচ্ছি। হরতাল রুখে দিতে মহানগর আওয়ামী লীগ আওয়ামী লীগ মাঠে থাকবে।
এদিকে বিএনপি জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখান করে রবিবার যানবাহন চালানোর ঘোষনা দিয়েছেন কুমিল্লা জেলা পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন। নগরীর শাসনগাছা, জাঙ্গালিয়া ও চকবাজার বাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় মাইকিং করা হচ্ছে। মাইকের প্রচারণায় জানানো হয় রবিবার ভোর ৫ টা থেকে দিবা-রাত্রি সকল প্রকার পরিবহন যথারীতি চালু থাকবে।
Last Updated on October 28, 2023 9:39 pm by প্রতি সময়