কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির মোবাইল টিম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থানাধীন মোবারকপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় একটি সাদা ও নীল রংয়ের পিকআপ (ঢাকা মেট্রো ন-১৩-০৮১৯) থেকে সাদা রংয়ের প্লাষ্টিকের চাউলের বস্তায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ নুরুজ্জামান (৩০), মোঃ শহিদুল ইসলাম (২৭), মোঃ নুর ইসলামকে (২২)আটক করা হয়।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 9, 2021 9:26 pm by প্রতি সময়