কুমিল্লা জুড়ে ভুয়া চিকিৎসকরা সাধারণ মানুষকে চিকিৎসা ঔষধ দিয়ে জীবনসংকটাপন্ন করে তুলছে। বিষয়টি জেলা সিভিল সার্জনের নজরে আনার পরকু মিল্লার বিভিন্ন উপজেলা থেকে মোট ১৩৮ জন সনদবিহীন চিকিৎসকের তালিকা দেয়া হয় জেলা প্রশাসনকে। যারা মূলত ভুয়া চিকিৎসক।
এদের বিরুদ্ধে আইনানুগব্যবস্থা নেয়ার জন্য সিভিল সার্জন কার্যালয় থেকে জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিবেদনের মাধ্যমে নামের তালিকা জমা দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই তথ্য জানানো হয়।কুমিল্লা জেলা ম্যাজিষ্ট্রেট জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে ওই সভায় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর আগে ফেব্রুয়ারি মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় সনদবিহীন ভুয়া চিকিৎসকের তালিকা প্রস্তুত করে প্রতিবেদন দেয়ার জন্য সিভিল সার্জনকে অনুরোধ করা হয়।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার জানান, বিভিন্ন উপজেলা থেকে তথ্য সংগ্রহ করে জেলা প্রশাসককে জানিয়েছি। এসব ভুয়া চিকিৎসকের নামের তালিকা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, সনদ ছাড়াই সাধারণ মানুষকে যারা চিকিৎসা দিচ্ছে, ওষুধ দিচ্ছে এই সংখ্যাটা কম নয়। আমরা তাদের খুঁজে বের করছি। এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনের আওতায় আনা হবে।
Last Updated on April 11, 2023 2:46 pm by প্রতি সময়