শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হাইটেক পার্কের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ চৌদ্দগ্রামের নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি তাবলিগের তালিম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ কুমিল্লা নগরীতে ৫০ হাজার টাকা জরিমানা গুনলো টপ টেন মার্ট ও হোম স্টপ জাবিরের কবিতা ‘ডাক এসেছে’ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন ব্রাহ্মণপাড়ায় রান্নার আগুনে দগ্ধ গৃহবধূকে বাঁচানো গেলোনা ফ্যাসিস্ট কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে : ড. বদিউল আলম মজুমদার কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান সফলভাবে শেষ হলো কুমিল্লা আইডিয়াল কলেজের তিন দিনব্যাপী কক্সবাজার শিক্ষাসফর কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ঘটনাটি সন্দেহজনক কুমিল্লায় গ্যাস সংকট : এলপিজি সিলিন্ডার ও ইলেকট্রিক চুলায় প্রতিমাসে বাড়তি খরচ সদর দক্ষিণে শিশু নাবিলাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি মেহরাজের মৃত্যুদণ্ড কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ দুইজন আটক কুবিতে রকিব-মাসায়িদের নেতৃত্বে টাঙ্গাইলের বন্ধন প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা জেলা কমিটির পরিচিতি সভা কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে আট বছরে ১২ খুন কুমিল্লায় ডিসেম্বরে সাত খুন সহ ৩৯৯টি বিভিন্ন অপরাধের ঘটনায় মামলা

কুমিল্লার অরক্ষিত রেলক্রসিংগুলো যেন মরণফাঁদ

সাদিক মামুন
  • আপডেট টাইম রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫ দেখা হয়েছে

 

কুমিল্লা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঢাকা-চট্টগ্রাম, লাকসাম-নোয়াখালী, লাকসাম-চাঁদপুরের এই তিনটি রেলপথের মধ্যে চার বছরে অরক্ষিত রেলক্রসিংয়ে সবচেয়ে বেশি দুঘর্টনা ঘটেছে পূর্বাঞ্চল রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম রেলপথে। ঢাকা-চট্টগ্রাম রেলপথে সর্বশেষ গত মঙ্গলবার কুমিল্লার বুড়িচংয়ের কালিকাপুর এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক, যাত্রীসহ সাতজন নিহত হন। গত মঙ্গলবারের আটজন সহ চার বছরে রেলক্রসিংয়ে ১৫টি দুর্ঘটনায় অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা অংশের রেলক্রসিয়ে এযাবত যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে আছেন শিক্ষক, শিক্ষার্থী, শিশু, সিএনজি অটোরিকশা চালক ও ব্যবসায়ীসহ অন্যান্য পেশার মানুষ। কুমিল্লার অরক্ষিত রেলক্রসিংগুলো পরিণত হয়েছে মরণফাঁদে।

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা অংশে গেল চার বছরে অন্তত ৩০ জনের মৃুত্য হয়েছে। এর মধ্যে ২০২১ সালে নাঙ্গলকোটের বান্নঘর এলাকায় বাবা-ছেলে, একই স্থানে এক বৃদ্ধা, লালমাইয়ের হরিশ্চর এলাকায় অরক্ষিত ক্রসিংয়ে দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারায়। ২০২২ সালে লাকসাম পৌরসভার এতিমখানা সড়কে অবৈধ রেলক্রসিংয়ে এক যুবক এবং নাঙ্গলকোটের বান্নঘর এলাকায় এক ফল ব্যবসায়ী মারা যান।২০২৩ সালে ব্রাহ্মণপাড়ার শশীদল সেনের বাজার এলাকায় এক অটোরিকশাচালক, সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরসংলগ্ন জেলখানাবাড়ি রেলক্রসিংয়ে অটোরিকশাচালক বাবা ও ছেলে এবং লাকসাম পাইলট বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় রেলক্রসিংয়ে এক স্কুলশিক্ষক প্রাণ হারান। চলতি বছরের ২৫ জানুয়ারি নাঙ্গলকোট পৌর বাজারের পাশে রেলক্রসিংয়ে এক এনজিও কর্মকর্তা, ১৬ মে আদর্শ সদর উপজেলার রসুলপুরে রেলক্রসিংয়ে এক ছাত্রী, ৮ জুন নাঙ্গলকোট সদরের বিশারা এলাকায় এক বৃদ্ধ, ২৪ জুন সদর দক্ষিণ উপজেলার শিকারপুর এলাকায় এক ব্যক্তি, ৪ নভেম্বর লালমাই উপজেলার হরিশ্চর এলাকায় এক নারী এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ গত ২৭ নভেম্বর বুড়িচংয়ের কালিকাপুর এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) অন্ত:স্বত্তা নারী ও শিশুসহ আট যাত্রী নিহত হন।

অপরদিকে লাকসাম-নোয়াখালী রেলপথে রেলপথে চারটি দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ২০২০ সালে মনোহরগঞ্জের নাথেরপেটুয়া এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে আবু ইউসুফ নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। ২০২২ সালে নাঙ্গলকোটের তুঘুরিয়া এলাকায় অবৈধ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা গ্রামের চারজন নিহত হন। ২০২৩ সালে লাকসাম পাইলট বালিকা উচ্চবিদ্যালয় লাগোয়া অরক্ষিত রেলক্রসিংয়ে এক স্কুল শিক্ষক ও লাকসামের পৌর এলাকায় আরেক শিক্ষক প্রাণ হারান।

কেবল অবৈধ ও অরক্ষিত রেলক্রসিংয়েই নয়, বৈধ রেলক্রসিং ও রেলপথে ট্রেন দুর্ঘটনায় অনেকের প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০২২ সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরের রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিহত হয়। ২০২৩ সালে একই রেলক্রসিংয়ে সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারী ও এক শিশু নিহত হয়।

অরক্ষিত রেলক্রসিং এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, অবেধ রেলক্রসিংয়ে দুর্ঘটনায় মারা যাওয়া ও অঙ্গহানি বা গুরুতর আহত হওয়ার পেছনে দুইটি কারণ রয়েছে, প্রথমমত এসব অবৈধ রেক্রসিংয়ে গেইট বা গেইটম্যান না থাকা এবং দ্বিতীয়ত রেলক্রসিং পারাপারে অসতর্কতা বা সচেতনতার অভাব।
অপরদিকে এবিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ জানালেন, কুমিল্লার ১২০ কিলোমিটার রেলপথে তাদের জনবল স্বপ্লতা ও অতিগুরুত্বপূর্ণ অবৈধ রেলক্রসিংয়ে গেইট নির্মাণের পরিকল্পনার কথা।

এবিষয়ে রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ বিভাগ) লিয়াকত আলী মজুমদার জানান, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত মোট ৬১টি রেলক্রসিং রয়েছে। এর মধ্যে ৩৮টি অবৈধ। তবে ২৩টি বৈধ ক্রসিংয়ে রেলওয়ের গেটম্যান রয়েছেন।আর অবৈধ ৩৮টির মধ্যে অতিগুরুত্বপূর্ণ ১০টিতে গেইটম্যান দেওয়া হয়েছে।ডাবল লাইন প্রকল্পের আওতায় আরও কয়েকটি অবৈধ রেলক্রসিং বৈধ করার প্রক্রিয়া চলমান আছে। তবে আমি মনে করি রেলক্রসিং পারাপারে মানুষকে সচেতন হতে হবে।

রেলওয়ের ওই কর্মকর্তা আরও বলেন, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) বুড়িচংয়ে রেলক্রসিংয়ে দুর্ঘটনায় যে আটজন মারা গেছেন, এই ঘটনাটি অটোরিকশা (ইজিবাইক) চালকের অসতর্কতার কারণে ঘটেছে। এটি অবৈধ একটি রেলক্রসিং। এখানে গেইটম্যান নেই, অটোরিকশা চালককে রেললাইন পার না হওয়ার জন্য উপস্থিত স্থানীয়রা বারণ করেছিলেন। তাই আমি মনে করি যেসব রেলক্রসিংয়ে গেইট ও গেইটম্যান নেই, সেখানটায় যানবাহন চালক, পথচারিদের পারাপারে সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে।’

Last Updated on December 1, 2024 8:56 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102