পাঞ্জাবি মুসলিম সংস্কৃতির চিরায়ত ঐতিহ্যের পোষাক। ঈদের দিনের সোনালী সকালে গায়ে নতুন পাঞ্জাবি জড়িয়ে ঈদগাহে নামাজ পড়ার মধ্যে রয়েছে পরম আনন্দ। দেশিয় শিল্পের এ পণ্যটি এখন আর সাধারণ্যে নেই। শৈল্পিক স্পর্শে, বর্ণময় রঙ ও নকশায় দেশিয় পাঞ্জাবি এখন ঈদসহ নানা উৎসবে পছন্দের শীর্ষ স্থানে রয়েছে। ঈদের কেনাকাটায় শার্ট প্যান্ট যা-ই থাকুক না কেনো ঘরের পুরুষদের ছোট বড় সবার জন্য আগে চাই সুন্দর একটি পাঞ্জাবি। এবারের ঈদে দেশি পাঞ্জাবিতেই আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে ক্রেতাদের।
ঈদের সময় যতোই ঘনিয়ে আসছে ততোই শিশু-কিশোরসহ সব বয়সী পুরুষের আনন্দের বহি:প্রকাশ ঘটছে মনের মতো পাঞ্জাবি কেনার মুহূর্ত ঘিরে। বর্তমানে কুমিল্লা নগরীতে দেশিয় ব্র্যান্ডের ফ্যাশন হাউজের প্রায় ২৫/৩০টি শো-রুমে স্থান করে নিয়েছে নজরকাড়া ডিজাইনের পাঞ্জাবি। এছাড়াও এবারের ঈদে নগরীর বিভিন্ন শপিংমলের পোষাকের দোকান ও মনোহরপুর থেকে লাকসাম সড়কে চারশোর বেশি নামের আগে পরে খাদি শব্দ ব্যবহৃত দোকানগুলোতে ঈদকে সামনে রেখে অসংখ্য ডিজাইনের পাঞ্জাবি স্থান পেয়েছে।
কুমিল্লার ঐতিহ্যের সঙ্গে খাদি শব্দটি ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে বলেই এসব দোকানের নামের আগে পরে খাদি শব্দ জুড়ে দেওয়া হয়েছে।সম্ভবত আশির দশকের শুরুতে দেশিয় পোষাকে শিল্প সংস্কৃকিতর সংমিশ্রণের কাজটি প্রথম শুরু হয় দেশের সর্বপ্রথম বুটিক ইন্সটিটিউট ‘আড়ং’ এর মাধ্যমে। আর সেই পথ ধরে সময়ের পরিক্রমায় দেশিয় অন্যান্য ব্র্যান্ডের ফ্যাশন হাউজগুলো চোখ জুড়ানো নানান রঙ ও ডিজাইনের পাঞ্জাবি ঈদে ও বাঙালির অন্যান্য উৎসবে বাজারে ছাড়ছে।
কুমিল্লা নগরীতে দেশিয় ব্র্যান্ডের ফ্যাশন হাউজগুলোতে বিভিন্ন ডিজাইনের কারুকাজ মিশ্রিত পাঞ্জাবি যেমন ক্রেতাদের দৃষ্টি কাড়ছে তেমনি খাদি নামযুক্ত ও মার্কেটের দোকানগুলোতে স্থান পাওয়া ঢাকাই পাঞ্জাবির কদরও কম নয় ক্রেতার কাছে। দোকানিদের সাথে কথা বলে জানা গেছে এবারের ঈদে দেশিয় পাঞ্জাবির জমজমাট বিক্রি শুরু হয়েছে। আর ক্রেতারাও জানিয়েছেন দেশিয় পণ্যের কদরের কথা।
নগরীর মনোহরপুর থেকে লাকসাম সড়কের পাঞ্জাবির দোকান, বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন হাউজের শো-রুম ও শপিংমলের পোষাকঘর ঘুরে দেখা গেছে, আদি, খাদি. মটকা, ফুলকটন, এন্ডি সিল্ক, এন্ডি কটন, রাজশাহি সিল্ক, সেঞ্চুরী কটন, বাহারি কাজের শেরওয়ানি ও দেশিয় ব্র্র্যান্ডের নজরকাড়া পাঞ্জাবি এবারের ঈদের বাজারে স্থান পেয়েছে। ক্রেতারা বেশ আত্মতৃপ্তির সঙ্গে পাঞ্জাবি কিনছেন।
নগরীর মনোহরপুরে খন্দকার হক টাওয়ারে ইউনিটি পার্কের আরশাদুল ইসলাম জুম্মন জানান, বেশ সাড়া মিলছে ক্রেতাদের। দামি পাঞ্জাবির ভিড়েও এবারে দেশিয় পাঞ্জাবির কারুকাজে আনা হয়েছে শৈল্পিকতা। দামের দিক থেকে এধরণের পাঞ্জাবি কেনার বিষয়টি সবশ্রেণির ক্রেতার নাগালের মধ্যেই রয়েছে। এবারে কিশোর-তরুণদের বেশি পছন্দ সিকোয়েন্স পাঞ্জাবি।
দেশিয় ব্র্যান্ডের ফ্যাশন হাউজ অঞ্জন’স কুমিল্লার ব্রাঞ্চ ম্যানেজার মাজিদ বিন নূর জানান, অঞ্জন’স এর পাঞ্জাবি নিজস্ব ডিজাইনার দিয়ে করানো হয়। এখানকার পাঞ্জাবিতে একটা বৈচিত্র্য থাকে। যা ভিন্ন নান্দনিকতা প্রকাশ করে। এছাড়াও প্রতিবারের মতো এবারের ঈদ কালেকশনেও একই পরিবারের জন্য রয়েছে একই রঙের একই ডিজাইনের গ্রুপ পোশাক। আর এ গ্রুপে পাঞ্জাবিও রয়েছে। দেশিয় কাপড়ের পাঞ্জাবির প্রতি ক্রেতাদের বেশ সাড়া মিলছে কেনাকাটায়।
Last Updated on March 31, 2024 1:38 am by প্রতি সময়