ছবি: হামলার ঘটনা নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন নিহত মোক্তারের স্ত্রী শিউলি আক্তার #
‘কালা বাহিনীর’ হাতে খুন হওয়া প্রবাসী মোক্তার হোসেন হত্যা মামলার পলাতক ও জামিনে থাকা আসামীরা নিহত মোক্তারের স্ত্রী সন্তানদের ওপর হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামে নিহত মোক্তারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ১১জনের নাম উল্লেখ করে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন নিহত মোক্তারের স্ত্রী শিউলি আক্তার।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ওই হত্যা মামলার বাদী নিহত মোক্তার হোসেনের স্ত্রী শিউলি আক্তার জানান, তার স্বামী হত্যা মামলায় যেসব আসামী পলাতক সেজে ঘুরে বেড়াচ্ছে এবং যারা জামিনে রয়েছে তারাই বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে হামলা চালায়, ঘরের সবাইকে মারধর করে ও মামলা তুলে নিতে হুমকি দেয়। এসময় অস্ত্রের মুখে ঘরের আলমারিতে থাকা স্বর্ণালংকার ও টাকা লুটে নেয়। ঘরের লোকজনের শোর চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এগিয়ে হলে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি এঘটনায় পর থেকে শিশু সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানাধীন ক্যান্টনমেন্ট ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাছান রুবেল জানান, হামলার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, নতুন বাড়ি নির্মাণের সময় চাঁদা না দেয়ায় কালিরবাজারের কালা বাহিনী এবছরের ৩০ জানুয়ারি সৌদি প্রবাসী মোক্তার হোসেন ফরাজীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 19, 2020 2:57 pm by প্রতি সময়