কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজারে ছাত্রদল কর্মী পারভেজ হত্যা মামলায় কুমিল্লা সদরের কালিরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. সেকান্দর আলীসহ ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক নাসরিন জাহান এ রায় দেন।
নিহত মো. পারভেজ কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের কমলাপুর এলাকার আব্দুল মমিনের ছেলে। সে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
মামলার অপর দণ্ডপ্রাপ্তরা হলেন- কালির বাজার এলাকার মো. শাহিন, মো. সাদ্দাম হোসেন, মো. সাইফুল ইসলাম, মফিজ ভান্ডারী, মো. কামাল হোসেন, আব্দুল কাদের, মো. ইব্রাহীম খলিল, মো. আনোয়ার, মো. মেহেদী হাসান রুবেল, জয়নাল আবেদীন, মো. কাওছার, মো. রিয়াজ ও মো. বিল্লাল হোসেন।
বাদীপক্ষের আইনজীবী মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২০ সালের ১০ জুন সন্ধ্যায় সদর উপজেলার কালিরবাজারের কমলাপুর এলাকায় ছিনতাইয়ের অভিযোগ এনে মো. পারভেজকে পিটিয়ে হত্যা করে তাঁর প্রতিপক্ষের লোকজন। নিহতের ঘটনায় ওই সময় ছিনতাইয়ের কারণে হত্যার শিকার হয়েছেন বলে থানায় মামলা হয়। পরে এ মামলাটি সিআইডি পুলিশ তদন্ত করে ১৪ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ১০ জুন সন্ধ্যায় পারভেজ তাঁর বাড়ি থেকে বের হয়ে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সামনে আসেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা তাঁকে একটি মারতি গাড়িতে উঠিয়ে একটি কাঠের বাগানে নিয়ে পিটিয়ে হত্যা করেন।
মামলায় ৩১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হয়। আদালত ১৪ আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। অনাদায়ে আরও পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মো. সেকান্দর আলীসহ ১১জন উপস্থিত ছিলেন। পলাতক রয়েছেন আসামি মো. কাওছার, মো. রিয়াজ ও বিল্লাল।
Last Updated on April 22, 2024 10:12 pm by প্রতি সময়