শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার সাত ইউএনও-ওসির রদবদল জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্যের আবশ্যকতা রয়েছে : বাউবি কুমিল্লা অঞ্চলের পরিচালক হিমেল-তৌসিফের নেতৃত্বে কুবি আইটি সোসাইটি কুমিল্লা এলজিইডিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ

কুমিল্লার চাঞ্চল্যকর মনির হত্যাকান্ড : পিতাসহ পাঁচ ভাই গ্রেফতার

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২০৪ দেখা হয়েছে

কুমিল্লা শহরতলীর দুর্গাপুর দিঘিরপাড় এলাকায় মোবাইল চুরির অপবাদ দিয়ে মনির হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে দুই দফা নির্যাতন চালিয়ে হত্যার পর বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় ৬ আসামিকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

সোমবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীরা একই পরিবারের। গ্রেফতারকৃতরা হচ্ছেন, সদর উপজেলার ঘোড়ামারা কৃষ্ণনগর গ্রামের আমির আলী এবং তার ৫ পুত্র এরশাদ, তৌহিদ,আজাদ, রাশেদ ও জাহিদ। মঙ্গলবার (১৮ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক আহাম্মদ।

এদিকে মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে এজহার নামীয় ৮ আসামীর মধ্যে ৬ আসামী গ্রেফতার হওয়ায় সন্তেুাষ প্রকাশ করেছেন নিহত মনিরের স্বজনরা। তারা বলেন,পুলিশ প্রশাসন বর্বরোচিত হত্যাকান্ডকে গুরুত্ব দিয়ে অল্প সময়ে আসামীদের গ্রেফতার করেছে এতে আমরা সন্তুষ্ট। আমরা ন্যায় বিচার চাই,খুনিদের ফাঁসি চাই।
এছাড়া মনির এলাকায় শান্ত-শিষ্ঠ শান্তিপ্রিয় লোক হিসেবে পরিচিত ছিল। তাকে বর্বরোচিতভাবে দফায় দফায় রড,লাঠি,বেলচা দিয়ে পিটিয়ে হত্যা করে ফিল্মি কায়দায় নানা অপকৌশলে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করার ঘটনা এলাকায় জানাজানি হলে নিন্দার ঝড় উঠে। তবে মামলা দায়েরের পরদিনই ঘটনার মুল হোতা তৌহিদ,এরশাদ সহ ৬ খুনি গ্রেফতারে এলাকাবাসী পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন। তারা আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিথ্যা মোবাইল চুরির অপবাদ দিয়ে মনির হোসেনকে ১১ মে সন্ধ্যা এলাকায় মারধর করার পর পূনরায় ১৩ মে সকালে মামলায় অভিযুক্তরা রাস্তা থেকে তুলে নিয়ে তাদের বাড়িতে নিয়ে মারধর করে গাছের সাথে বেঁধে রাখে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কোতয়ালী মডেল থানায় চোর হিসেবে সোপর্দ করার চেষ্টা চালায়। পুলিশ হাসপাতালে নিতে যাওয়ার কথা বললে নির্যাতনকারীরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরী বিভাগের রেজিষ্টারে দূর্ঘটনার আহত উল্লেখ করে মনিরের পরিচয় অজ্ঞাত হিসেবে লেখা হয়। রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। ১৪ মে হাসপাতাল থেকে কোতয়ালী মডেল থানায় খবর দেয়ার পর পুলিশ ময়নাতদন্তের পর মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য মরদেহ আঞ্জুমানে হস্তান্তর করে। ১৫ মে নগরীর টিক্কাচর কবরস্থানে বেওয়ারিশ হিসেবে তার দাফন সম্পন্ন হয়। ঘটনার ৪ দিন পর রোববার (১৬ মে) স্বজনরা তার খোঁজে থানায় গিয়ে জানতে পারেন মনির নিহত হয়েছে। নানা নাটকীয়তা শেষে এ ঘটনায় নিহতের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে এরশাদ ও তৌহিদসহ ৫ ভাই ও পিতা আমির আলী সহ ৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মঙ্গলবার (১৮ মে) বিকেলে কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে এরই মধ্যে এজাহারনামীয় ৮ জনের মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আাসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করতে আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলেও ওসি জানিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির এসআই ফারুক আহম্মেদ জানান, সোমবার রাতভর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজহার নামীয় ৬ আসামীকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যেমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি স্পর্শকাতর হওয়ায় আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ঘটনায় এজহার নামীয় আসামীর বাহিরে কেউ জড়িত আছে কিনা তা তদন্ত চলছে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

Last Updated on May 18, 2021 11:56 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102