কুমিল্লার চান্দিনায় একটি জুয়েলারি দোকানে ক্রেতা সেজে স্বর্ণের চেইন চুরির চেষ্টার অভিযোগে এক নারীসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে দোকানদার।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চান্দিনা বাজারের ঢাকেশ্বরী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
ওই দোকানের মালিক সুজন মল্লিক জানান, এদিন বিকেল চারটার দিকে অনুমান ৩০ বছর বয়সী এক নারী ও পঞ্চাশোর্ধ্ব এক পুরুষ তার দোকানে এসে স্বর্ণের চেইন কেনার জন্য একের পর এক চেইন দেখতে থাকেন। এক পর্যায়ে ওই নারী একটি চেইন লুকিয়ে ফেলেন এবং পছন্দ না হওয়ার অজুহাত দেখিয়ে দোকান থেকে চলে যেতে চায়। এ সময় দোকানদার চেইন গণনার সময় একটি চেইন কম হওয়ায় সন্দেহ হয়। তখন তিনি আরেকটি চেইনের কথা জিজ্ঞেস করলে ক্রেতা বেশি ওই নারী-পুরুষ দোকানদারের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। তখন উভয় পক্ষের বাগবিতণ্ডায় দোকানে আশপাশের লোকজন জড়ো হতে থাকে। অবস্থা বেগতিক দেখে ওই নারী-পুরুষ নিজেদের ভদ্র মানুষ দাবি করে জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এ কল দেন।
এসময় দোকানদার বিষয়টি নিশ্চিত হতে সিসি ক্যামেরার ফুটেজ দেখেন। তাতে দেখা যায় দোকানদার পিছন ফিরে তার শোকেস থেকে কয়েকটি চেইন নামানোর সময়ই ক্রেতাবেশী ওই নারী মুহুর্তের মধ্যেই একটি চেইন তার হাতের মধ্যে লুকিয়ে মোবাইল দিয়ে চেপে ধরেন। পরে হাতের মুঠে লুকিয়ে রাখা চেইনটি ফ্লোরে ফেলে দেন ওই নারী।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিস্তারিত শুনে সিসি টিভির ফুটেজ দেখে নিশ্চিত হন তারা স্বর্ণ চোর চক্রের সদস্য। এসময় তাদেরকে আটক করে থানায় নিয়ে যান।
আটককৃতরা হলো- ময়মনসিংহ জেলার সদর উপজেলার আকুয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মাসুদ পারভেজ (৫২)। অপরজন চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার জাহানারাবাদ গ্রামের সামছুল আলমের মেয়ে তানিয়া আক্তার (৩০)। তারা রাজধানীর উত্তর যাত্রাবাড়ি এলাকায় ভাড়ায় বসবাস করেন।
পুলিশ জানায়, তারা নিজেদের স্বামী-স্ত্রীর পরিচয় দিলেও তাদের পরিচয়ে যথেষ্ট সন্দেহ আছে। প্রকৃত পক্ষে তারা আন্ত:জেলা চোর ও প্রতারক চক্রের সদস্য। এ পেশায় তারা দীর্ঘদিন জড়িত। স্বর্ণের দোকানে গণধোলাইয়ের ভয়ে তারা পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করে আত্মরক্ষা করে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মাসুদ পারভেজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Last Updated on February 16, 2023 5:43 pm by প্রতি সময়