রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ব্রাহ্মণপাড়ায় গার্মেন্টস ব্যবসায়ী খুন কুমিল্লা নগরীতে নিষিদ্ধ পলিথিনের খুঁজে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর মুরাদনগরে ছাত্র-জনতার আন্দোলনে নিহত স্কুল ছাত্রের পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছেন সাবেক এমপি কায়কোবাদ জামায়াতকে শেষ করতে গিয়ে ষড়যন্ত্রকারীরা নিজেরা শেষ হয়ে গেছে : সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ‘আমার মা জোহরা তাজউদ্দীন আওয়ামী লীগের হাল ধরেছিল, পরে দলটি একটি পরিবারের হাতে বন্দি হয়ে গেল’ দৈনিক আজকের জীবন পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন দেবিদ্বারে অপহরণ ও ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তারের প্রথম মৃত্যু বার্ষিকী আজ দেশ নিয়ে ষড়যন্ত্র করলে রুখে দেবে ছাত্র জনতা : কুমিল্লায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল কুমিল্লায় ছোট ভাইকে বাঁচাতে ডোবার পানিতে ডুবে বড় বোনের মৃত্যু মুরাদনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা বরুড়ার ড. নেয়ামত উল্যা ভূঁইয়া পরিকল্পনা কমিশনের সদস্য মধ্যস্বত্বভোগীদের জালে দেশের দ্বিতীয় বৃহত্তম কুমিল্লার নিমসারের সবজিবাজার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই কিশোরের লাশ উত্তোলন দেশের দ্বিতীয় বৃহত্তম কৃষিপণ্য বাজার নিমসারে খাজনা ও টোল আদায় স্থগিত মুরাদনগরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ছুটির দিনও ন্যাশনাল ব্যাংক কুমিল্লা শাখা খোলা রেখে গ্রাহকের টাকা গ্রহণ করেছে বিএনপি পালিয়ে যাওয়ার দল নয় : স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ ৩৪৭টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বিজিডিসিএল, ৭ কোটি ৪০ লক্ষাধিক টাকা বকেয়া আদায়

কুমিল্লার চান্দিনায় পাল্টাপাল্টি হামলা ভাংচুরে উত্তেজনা বাড়ছে ভোটের মাঠে

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৬৭ দেখা হয়েছে

কুমিল্লা-৭ ( চান্দিনা) আসনে নৌকা প্রতীক প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুর সমর্থকদের মধ্যে বেড়েই চলছে সংঘর্ষ। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা, ভাংচুরে উত্তেজনা বাড়ছে ভোটের মাঠে।

 

 

প্রচার প্রচারণা ঘিরে এক দিনে সর্বোচ্চ ৫টি হামলার ঘটনা ঘটেছে। এরমধ্যে নৌকা শিবিরে ৪টি হামলা করেছে ঈগল সমর্থিত নেতা-কর্মীরা। এতে নৌকার ৬ নেতা-কর্মী মারাত্মক আহত হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় থানায় ৩টি অভিযোগ দায়ের করা হয়।

 

 

কুমিল্লার চান্দিনা আসনের নৌকা প্রতীকের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তের অনুসারী ৬ নেতা-কর্মীকে শনিবার রাতে কুপিয়ে জখমসহ একটি গাড়ি ভাংচুর করার অভিযোগ ওঠেছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর অনুসারী নেতা কর্মীদের বিরুদ্ধে।

 

রোববার দুপুরে চান্দিনা উপজেলা সদরে সাংবাদিকদের নিকট এমন অভিযোগ করেন ডা. প্রাণ গোপাল দত্ত।

 

নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, শনিবার রাতে উপজেলার গল্লাই কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একটি উঠান বৈঠকে নৌকা সমর্থকদের উপর ঈগল প্রতীকের নেতা-কর্মীরা হামলা চালিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। এসময় অন্তত ৬ জন নেতাকর্মী আহত হন।

 

 

এছাড়া পৃথক ঘটনায় নেতাকর্মীরা প্রচারণার কাজে উপজেলার রানীচড়া থেকে নবাবপুর যাওয়ার পথে আটচাইল এলাকায় ঈগল সমর্থিত নেতা-কর্মীরা নৌকার কর্মীদের গাড়ি বহরে অতর্কিত হামলা করে একটি মাইক্রোবাস ভাংচুর করে। তিনি বলেন, টিটু নির্বাচনকে বিতর্কিত করতে নৌকা প্রতীকের নেতাকর্মীদের উপর ধারাবাহিক হামলা চালিয়ে অপপ্রচার চালাচ্ছে।

 

অপরদিকে, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু জানান, ওই রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছায়কোট এলাকায় নৌকা প্রার্থীর কর্মীরা ঈগল প্রতীকের গাড়ি বহরে হামলা করে অন্তত ৩টি গাড়ি ভাংচুরসহ ৩ জনকে গুরুতর আহত করেছে। এদিকে পাল্টাপাল্টি হামলা-ভাংচুরের এসব ঘটনায় চান্দিনার ভোটের মাঠে উভয় প্রার্থীর নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

 

 

চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, একটি ঘটনার অভিযোগ পাওয়া গেছে, অপরপক্ষ অভিযোগ করেনি। তবে উভয় ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Last Updated on December 31, 2023 8:19 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102