ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় একটি মাছবাহী ট্রাক উল্টে পড়ার ঘটনায় রাস্তার পাশে থাকা অপর একটি ট্রাকের চার শ্রমিক প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (১২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরার সদর থানা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম, ভোলার মনপুরা এলাকার মনির হোসেন, একই এলাকার হাবীবুর রহমান ও আক্তার হোসেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোরে নোয়াখালী থেকে মাছ নিয়ে ঢাকায় যাচ্ছিল একটি ট্রাক। ভোর সাড়ে পাঁচটার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে চান্দিনার বেলাশ্বর এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে যায়।এতে ট্রাকের উপরে থাকা চার শ্রমিক মাছবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।
ওসি আরো জানান, এ ঘটনায়তিন জন আহত হয়েছে।আহতদের উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Last Updated on March 12, 2024 3:01 pm by প্রতি সময়