কুমিল্লায় প্রবাস ফেরত স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চার জনকে মৃত্যুদন্ড ও কন্যাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নিহতের স্ত্রী হাছনেয়ারা বেগম ওরফে হাছেনা, মোঃ আমির হোসেন, মোঃ শাহজাহান ও মোঃ মোস্তফা। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী হলেন নিহতের কন্যা মোছাঃ খাদিজা বেগম ওরফে খোদেজা।
আদালত সূত্র জানায়, কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কুট ইউনিয়নের কাদুটি গ্রামের সহিদ উল্লাহ দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে এসে স্ত্রীর কাছে বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব চায়। পরে স্ত্রী ও তার কন্যা মিলে সহিদ উল্লাহকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ২০০৯ সালের ২১ নভেম্বর রাতে তার স্ত্রী-কন্যাসহ আরো তিনজন মিলে শ্বাসরোধে হত্যা করে। পরে বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে একটি ধান ক্ষেতে লাশ ফেলে আসে। পরদিন সকালে স্থানীয় এক কৃষক ক্ষেতে কাজ করতে গিয়ে লাশ দেখে এলাকার লোকদের খবর দেয় এবং সহিদ উল্লাহর লাশ হিসেবে সনাক্ত করে। পরে চান্দিনা থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনায় (২৬ নভেম্বর) নিহতের ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে সহিদ উল্লাহর স্ত্রী, কন্যাসহ ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি করার পর তদন্তকারী কর্মকর্তা আসামীদের গ্রেফতার করে। এর মধ্যে ৪ জন আসামী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রধান করে।রাষ্ট্রপক্ষে ৮ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন।
Last Updated on August 30, 2023 6:59 pm by প্রতি সময়